বিপিএলে দেখা যেতে পারে নোয়াখালী-ময়মনসিংহ ফ্র্যাঞ্চাইজি

অন্তত পাঁচটি দল নিয়ে এবারের বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেজন্য সম্ভাব্য ১০টি ফ্র্যাঞ্চাইজি অঞ্চল নির্ধারণ করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেই তালিকায় বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেটের সঙ্গে আছে নোয়াখালী ও ময়মনসিংহ।
শনিবার বিকালে বিসিবিতে হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক। এরপর সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানিয়েছে, বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকানা স্বত্ব অর্জনের জন্য স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোম্পানি ও সংস্থাগুলোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আগ্রহপত্র আহ্বান করা হয়েছে। পত্রপত্রিকায় বিজ্ঞাপন যাবে আগামীকাল রোববার।
মালিকানা স্বত্ব দেওয়া হবে টানা পাঁচ বছরের (১২তম থেকে ১৬তম আসর) জন্য। অতীতে কখনও টানা তিন বছরের বেশি সময়ের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়নি। স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ার অংশ হিসেবে এবারের আসরের জন্য ন্যূনতম পাঁচটি যোগ্য আগ্রহপত্র বিবেচনা করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগ্রহীদের মধ্যে থেকে আর্থিক সক্ষমতা, সুনাম ও টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির সঙ্গে কৌশলগত সামঞ্জস্যের ভিত্তিতে মালিকানা চূড়ান্ত করা হবে।
এখন পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও সিলেট ফ্র্যাঞ্চাইজি নানা সময়ে খেলেছে বিপিএলে। কোনো প্রতিষ্ঠান আগ্রহী হলে এবং শর্ত পূরণ করতে পারলে এবার নোয়াখালী ও ময়মনসিংহ নামের দলও দেখা যেতে পারে।
বিসিবির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হওয়া আমিনুল ইসলাম বুলবুল বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু হয়েছেন বিপিএলের সদস্য সচিব। পরিচালনা পর্ষদের সভা শেষে গত মঙ্গলবার ইফতেখার জানিয়েছিলেন, এবারের বিপিএল নির্ধারিত সময়েই (আগামী ডিসেম্বর-জানুয়ারিতে) অনুষ্ঠিত হবে।
এদিন বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে ইফতেখার ফের একই সুরে কথা বলেছেন, 'বিসিবি নির্বাচনের পর নতুন দায়িত্ব পেয়েছি আমরা। আজকের সভায় প্রথমেই ঠিক করতে হয়েছে, এত স্বল্প সময়ের মধ্যে বিপিএল করব কিনা। বোর্ড সভায় আলোচনা হয়েছে। আমরা ধরেছি, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি সময়টাকে। আগের দলগুলোর চুক্তি শেষ। তাই এবারের বিপিএল নতুনভাবে শুরু হচ্ছে।'
আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে অংশ নিতে যাওয়া বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতির বিষয়টি মাথায় রেখেই ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজন করতে চায় বিসিবি। আইসিসির ভবিষ্যৎ সফরসূচী অনুযায়ী, ওই সময়ে জাতীয় দলের কোনো খেলা নেই।
Comments