২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়া নিয়ে বাংলাদেশের শঙ্কা আসলে কতটা?

Bangladesh Team

এক সময় ওয়ানডে সংস্করণটাই সবচেয়ে ভালো খেলত বাংলাদেশ দল। গত কয়েক মাসের পারফরম্যান্সে মনে হচ্ছে এই সংস্করণেই সবচেয়ে অচেনা তারা। টানা চারটি ওয়ানডে সিরিজ হার, সর্বশেষ খেলা ১১ ওয়ানডের ১০টিতেই হার তৈরি করেছে সমালোচনার স্রোত। আফগানিস্তানের কাছে আরও একটি সিরিজ হারের পর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ মেহেদী হাসান মিরাজরা সরাসরি খেলতে পারবেন নাকি বাছাইপর্ব খেলতে হবে, এই আলোচনাও চলমান।

২০২৭ বিশ্বকাপে খেলবে কয়টি দল

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অংশ নিবে ১৪ দল। র‍্যাঙ্কিং ও আয়োজক হওয়ার সুবাদে সরাসরি খেলবে ১০ দল। বাকি চার দল চূড়ান্ত হবে বাছাইপর্বে। আয়োজক তিন দেশ হলেও নামিবিয়াকে সরাসরি খেলার সুযোগ দিচ্ছে না আইসিসি। সেক্ষেত্রে সরাসরি বিশ্বকাপ খেলবে দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে তাদের সঙ্গে ঠিক হবে আরও ৬ দলের সরাসরি খেলা।

বাংলাদেশের বর্তমান অবস্থা কি? 

আইসিসির বর্তমান ওয়ানডে র‍্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে আছে দশ নম্বরে। তাদের ঠিক উপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৮০। মূলত এই দুই দলের কোন একটিরই বাছাইপর্বে খেলার শঙ্কা বেশি। 

বাংলাদেশ দশে থাকলেও জিম্বাবুয়ে সরাসরি সুযোগ পেয়ে যাওয়া আসলে এগারো নম্বরেই আছে বলতে হবে। ৫৬ রেটিং পয়েন্টে থাকা জিম্বাবুয়ের র‍্যাঙ্কিংয়ের বর্তমান অবস্থান ১১। যেহেতু বাংলাদেশের পেছনের একটি দল ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে নিয়েছে কাজেই র‍্যাঙ্কিংয়ে অন্তত ২০২৭ সালের ৩১ মার্চের আগে নয়ের মধ্যে না থাকলে বাছাই পর্বেই যেতে হবে মিরাজদের।

২০২৭ সালের মার্চ পর্যন্ত কত ম্যাচ বাকি বাংলাদেশের?

এই মুহূর্তে দশে থাকলেও ঘুরে দাঁড়ানোর যথেষ্ট সুযোগ আছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ বাদ দিয়ে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কমপক্ষে ২৩টি, ভারতের বিপক্ষে সিরিজটি হলে ২৬টি ওয়ানডে বাকি আছে। এর বেশিরভাগই হবে ঘরের মাঠে। এই সময়ের দেশের বাইরে বাংলাদেশকে খেলতে হবে স্রেফ ১১ ওয়ানডে।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে আছে। ২০২৬ সালে ঘরের মাঠে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি করে ওয়ানডের সিরিজ আইসিসির এফটিপিতে আছে। জিম্বাবুয়ের সফরে আছে ৫টি ওয়ানডে। আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে আছে ৩টি করে ৬ ওয়ানডে। এর বাইরে ভারতের সঙ্গে স্থগিত হওয়া ওয়ানডে সিরিজ যুক্ত হলে আরও ৩ ম্যাচ বাড়বে। এর বাইরে বিশ্বকাপের আগে চাইলে আরও কিছু ম্যাচ আয়োজনের সুযোগ তো থাকছেই।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি কতটা গুরুত্বপূর্ণ

হাতে অনেক ম্যাচ থাকলেও ওয়েস্ট ইন্ডিজ যেহেতু বাংলাদেশের ঠিক উপরে আছে, তাদের বিপক্ষে সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের যদি ৩-০ ব্যবধানে হারাতে পারেন মিরাজরা তাহলে নয় নম্বরে উঠে যাবেন তারা। তবে একটা ম্যাচ হারলেই থাকতে হবে দশেই।

কীভাবে হবে বাছাইপর্ব

২০২৭ বিশ্বকাপের চার দল ঠিক হবে বাছাইপর্বে। সেই বাছাই পর্বে খেলবে সেরা আট থেকে বাদ পড়া দুই দল ও দুটি বৈশ্বিক লিগ পেরিয়ে আসা আইসিসি সহযোগি সদস্য ৮ দল। ১০ দলের মধ্যে একটি টুর্নামেন্টে সেরা চার দল জায়গা পাবে মূল বিশ্বকাপে।  

Comments

The Daily Star  | English

Khaleda Zia’s janaza held

The namaz-e-janaza of BNP Chairperson Khaleda Zia was held at the South Plaza of the Jatiya Sangsad Bhaban today

7h ago