টেস্টে জায়গা করে নিবেন রিশাদ, বিশ্বাস মুশতাকের

বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিশ্বাস করেন, খুব শিগগিরই টেস্ট দলে জায়গা করে নেবেন রিশাদ হোসেন। তিনি জানিয়েছেন, রিশাদকে টেস্টে দেখতে পাওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত ছয় উইকেট তুলে নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন রিশাদ। ৩৫ রানের খরচায় নেন ৬ উইকেট, যা ওয়ানডেতে বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ বোলিং ফিগার।

এখনও পর্যন্ত টেস্ট অভিষেক না হলেও, ২৩ বছর বয়সী এই লেগস্পিনার ২১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। রিশাদ লম্বা ফরম্যাটেও হতে পারেন দলের বড় সম্পদ হতে পারবেন বলেই মন্তব্য করেন মুশতাক, 'আমি শতভাগ নিশ্চিত, রিশাদ টেস্ট খেলবে।'

'বিশেষ করে শেষ চার ব্যাটারদের বিরুদ্ধে, যেমন অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দল যারা গভীর ব্যাটিং লাইনআপ নিয়ে নামে, সেখানে রিশাদের উচ্চতা, বাউন্স আর রং-ওয়ান ওভারগুলো ভয়ংকর হতে পারে। শেষদিকের ব্যাটাররা ওর রং বল বুঝতেই পারে না। তবে জায়গাটা তাকে নিজের বোলিং দিয়েই অর্জন করতে হবে,' যোগ করেন তিনি।

রিশাদের উন্নতিতে আফগান স্পিন জাদুকর রশিদ খানের সঙ্গে তার আলাপও বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন মুশতাক, 'এশিয়া কাপে আমি চেয়েছিলাম রিশাদ যেন রশিদের সঙ্গে কথা বলে। তারা দুজনের মধ্যে দারুণ কিছু ভাবের বিনিময় হয়েছে। রিশাদ আলাদা ধরণের বোলার, কিন্তু দুজনই স্পিন নিয়ে গভীর জ্ঞান রাখে।'।

'রশিদ বা আদিল রশিদের মতো সিনিয়রদের সঙ্গে তরুণদের কথা বলা খুব দরকার। এটা দারুণ ব্যাপার যে, আন্তর্জাতিক অঙ্গনেও এখন রিশাদকে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে,' যোগ করেন এ সাবেক পাকিস্তানি লেগস্পিনার।

আগামী মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে নামবে বাংলাদেশ। মুশতাক আত্মবিশ্বাসী, টাইগাররা ৩-০ ব্যবধানে সিরিজ জিততেও পারে।

'ইনশাআল্লাহ, আমরা পারব,' বলেন মুশতাক।

'কোচ হিসেবে আমাদের কাজ ছেলেদের নিজেদের ওপর বিশ্বাস গড়ে দিতে সাহায্য করা। বিশ্বাসই সবচেয়ে বড় জিনিস। যদি আমার বিশ্বাস দুর্বল হয়, খেলোয়াড়েরাও সেটা টের পাবে। আন্তর্জাতিক ক্রিকেট মানসিকতার খেলা, বিশ্বাস আর ধৈর্যই এখানে সব। বাংলাদেশের ছেলেরা ভীষণ প্রতিভাবান, তারা চাইলে যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।'

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago