বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ

ছবি: বিসিবি

অধিনায়ক চামারি আতাপাত্তু, হাসিনি পেরেরা ও নিলাক্ষিকা ডি সিলভার ব্যাটে চড়ে বড় পুঁজি স্বপ্ন দেখছিল শ্রীলঙ্কা। তবে ৩১.৩ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান তুলে ফেলা দলটিকে পুরো ওভারই খেলতে দিল না বাংলাদেশ দল। স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তারের নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে লক্ষ্যটা নিগার সুলতানা জ্যোতির দল রাখল নাগালের মধ্যে।

সোমবার নবি মুম্বাইতে আইসিসি নারী বিশ্বকাপের ম্যাচে টস জিতে আগে ব্যাট করেছে লঙ্কানরা। ৪৮.৪ ওভারে তাদেরকে ২০২ রানে অলআউট করেছে বাংলাদেশ। দলটির শেষ ৬ উইকেটের পতন হয় মাত্র ২৮ রানে।

বল হাতে দুর্দান্ত স্বর্ণার অবদানে চাপ সামলে নেয় বাংলাদেশ। ১০ ওভারের কোটা পূরণ করে চারটি মেডেনসহ তিনি ২৭ রানে নেন ৩ উইকেট। আরেক স্পিনিং অলরাউন্ডার রাবেয়া খান ২ উইকেট শিকার করেন ৩৯ রান দিয়ে। এছাড়া, একটি করে উইকেট পান মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার। বাকি দুটি রানআউট।

বাংলাদেশের বোলিংয়ের শুরুটা হয় দুর্দান্ত। ম্যাচের প্রথম বলেই বিশমি গুনারত্নেকে রিভিউ নিয়ে এলবিডব্লিউ করে গোল্ডেন ডাকের তেতো স্বাদ নেন একাদশে ফেরা মারুফা। এই ধাক্কা সামলে জমে যায় চামারি ও হাসিনির জুটি। বিশেষ করে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ভরসা চামারি দ্রুত গতিতে রান আনতে থাকেন।

৪৩ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৪৬ রান করা চামারিকে এলবিডব্লিউ করে ৭৫ বলে ৭২ রানের জুটি ভাঙেন রাবেয়া। আগের বলেই ফিরতি ক্যাচ দিয়ে বেঁচে গিয়েছিলেন লঙ্কান দলনেতা। এরপর চাপ তৈরি করে বাংলাদেশ। হার্শিতা মাদবি ও কাভিশা দিলহারি টিকতে না পারলে ১০০ রানে চতুর্থ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার।

পঞ্চম উইকেট জুটিতে পাল্টা আক্রমণে মনোযোগী হন একপ্রান্ত ধরে রাখা হাসিনি ও নিলাক্ষিকা। দায়িত্বশীল ব্যাটিংয়ে হাসিনি ফিফটি পূরণ করেন ৬৫ বলে।

বাংলাদেশ যখন বড় লক্ষ্যের মুখে পড়ার শঙ্কায়, তখনই মঞ্চে আবির্ভূত হন স্বর্ণা। নিলাক্ষিকাকে শর্ট থার্ডম্যানে নিশির ক্যাচ বানিয়ে ৭৫ বলে ৭৪ রানের জুটি ভাঙেন তিনি। ৩৮ বলে একটি চার ও দুটি ছক্কায় ৩৭ রান করেন নিলাক্ষিকা। ব্যক্তিগত ৫৫ ও ৬৩ রানে দুবার ক্যাচ দিয়ে জীবন পাওয়া হাসিনিও শেষমেশ স্বর্ণার শিকার হন। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে খেলেন ৮৫ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে ১৩টি চার ও একটি ছক্কা।

অষ্টম ব্যাটার হিসেবে হাসিনি সাজঘরে ফেরার পর শ্রীলঙ্কার ইনিংস টেকে আরও ১৩.১ ওভার। তবে বাকি ২ উইকেট খুইয়ে তারা যোগ করতে পারে মাত্র ২০ রান। শেষদিকে উদেশিকা প্রবোধিনি ৩৭ বলে ৮ ও মালকি মাদারা ৪২ বলে ৯ রান করেন।

Comments

The Daily Star  | English

Tribunal sends 15 army officers to jail

Chief prosecutor says government and jail authorities will decide where to house the accused

3h ago