আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে

দীর্ঘ অপেক্ষার পর টেস্ট ক্রিকেটে হাসি ফিরেছে জিম্বাবুয়ের মুখে। হারারে স্পোর্টস ক্লাবে আফগানিস্তানকে ইনিংস ও ৭৩ রানে হারিয়েছে তারা। নিজেদের ক্রিকেট ইতিহাসে তৃতীয়বারের মতো ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল স্বাগতিকরা। দুই দিন বাকি থাকতেই শেষ হয়ে যায় ম্যাচটি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ক্রেইগ আরভিনের দল। টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে, আর সেই সিদ্ধান্তই হয়ে যায় ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। আফগানরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১২৭ রানে। জবাবে জিম্বাবুয়ে তোলে ৩৫৯ রান, যার বড় কৃতিত্ব ওপেনার বেন কারানের অসাধারণ সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম শতরান (১২১) উপহার দিয়ে ম্যাচসেরার সম্মান জিতে নেন তিনি।

দ্বিতীয় ইনিংসেও আফগান ব্যাটারদের পুনরাবৃত্তি। ১৫৯ রানে শেষ হয়ে যায় ইনিংস। কেবল ইব্রাহিম জাদরান (৪২) ও বাহির শাহ (৩২) কিছুটা প্রতিরোধ গড়েন। এবার জিম্বাবুয়ের হয়ে জ্বলে ওঠেন রিচার্ড এনগারাভা, ৫/৩৭ নিয়ে তুলে নেন নিজের প্রথম টেস্ট 'ফাইভ-ফর'।

প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ব্র্যাড ইভানস এবং এনগারাভার জুটি আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন দুই দফাতেই।

এই জয়ে টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে তৃতীয় জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে। ১৯৯৫ সালে পাকিস্তান ও ২০০১ সালে বাংলাদেশকে ইনিংসে হারানোর পর এটি তাদের নতুন মাইলফলক।

২০১৩ সালের পর হারারেতে টেস্ট জয় না পাওয়া জিম্বাবুয়ে এবার ফিরল নিজেদের ঘরের মাঠের সাফল্যে।

ক্যাপ্টেন ক্রেইগ আরভিন ম্যাচ শেষে বলেন, 'বছরটা টেস্টে কঠিন কেটেছে আমাদের জন্য। তবে ছেলেরা যেভাবে খেলেছে, তাতে গর্বিত। ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলেছে, আর দুই ইনিংসেই বোলাররা ছিল দুর্দান্ত।'

আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি হতাশ কণ্ঠে বলেন, 'জিম্বাবুয়ে সত্যিই দারুণ ক্রিকেট খেলেছে, আমরা তা পারিনি। শুরুর পর ধসটা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।'

তবে আফগান শিবিরে একমাত্র সান্ত্বনা ছিলেন নবাগত পেসার জিয়াউর রহমান, যিনি অভিষেকেই তুলে নিয়েছেন ৭ উইকেট।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

5h ago