জাতীয় লিগের প্রথম দিনে মাঠেই অসুস্থ ফজলে মাহমুদ
প্রথম সেশনে খেলা তখন চলছে। ১৯তম ওভারের পর বাউন্ডারি লাইনে আচমকা মাটিতে লুটিয়ে পড়েন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি। তার এমন পড়ে যাওয়া দেখে দৌড়ে ছুটে যান প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকারও। পরে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হলেও আপাতত হাসপাতালে নেওয়া লাগেনি তাকে।
শনিবার দেশের তিন বিভাগীয় শহরের চার ভেন্যুতে শুরু হয়েছে জাতীয় লিগের ২৭তম আসর। দেশের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় এই আসরে খুলনায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বরিশাল।
প্রচণ্ড আর্দ্রতার মধ্যে শুরু লিগে টস জিতে আগে ব্যাটিং বেছে নেয় খুলনা। গরমের মধ্যে ফিল্ডিং করতে গিয়ে অসুস্থ হয়ে যান ফজলে মাহমুদ। তার পরিস্থিতি সম্পর্কে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন এই ম্যাচের ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান, 'আমরা নিচে গিয়েছিলাম, আমরা বলেছিলাম সামনে আদ-দ্বীন হাসপাতাল ছিলো, ওখানে যেতে বলেছিলাম আমরা। সে বলল, "একটু ভালো ফিল করছি", পরে ড্রেসিং রুমে গেছে। জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে? ও বলল, "বুঝতেছিলাম না, চোখে দেখতে পাচ্ছিলাম না, শরীর অবশ হয়ে গিয়েছিলো। অ্যাম্বুলেন্স এসে নিয়ে যাচ্ছিলো, কিন্তু ড্রেসিংরুমে যাওয়ার পর বলেছে ভালো অনুভব করছে একটু। আমরা পরামর্শ দিচ্ছিলাম হাসপাতালে যাওয়ার জন্য। এখন একটু ভালো অনুভব করছে যার কারণে হাসপাতালে যাচ্ছে না, সময়ে সময়ে আপডেট দেব।'
লাঞ্চ বিরতি পর্যন্ত ২ উইকেটে ৯০ রান তুলেছে খুলনা। এই ম্যাচে ফজলে মাহমুদ আর ফিরবেন কিনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা ম্যাচ রেফারি আখেরুজ্জামান।


Comments