টি-টোয়েন্টি থেকে উইলিয়ামসনের অবসর
নিউজিল্যান্ডের অনেক সাফল্যের নায়ক সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেঅবসরের ঘোষণা দিয়েছেন। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন এই ব্যাটার, খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে।
৩৫ বছর বয়সি উইলিয়ামসন ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর থেকে দেশের হয়ে ৯৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে ৭৫টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং নিউজিল্যান্ডকে ২০২১ সালের বিশ্বকাপের ফাইনাল ও ২০১৬ ও ২০২২ সালের সেমিফাইনালে তুলেছিলেন।
বিদায় নিয়ে তিনি বলেন, 'এই ফরম্যাটের অংশ হিসেবে আমি দীর্ঘ সময় ধরে দারুণ উপভোগ করেছি। স্মৃতি আর অভিজ্ঞতার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমার এবং দলের জন্য এখনই সঠিক সময়। এতে দল ভবিষ্যতের সিরিজ ও পরবর্তী বড় লক্ষ্য—টি-টোয়েন্টি বিশ্বকাপ—নিয়ে স্পষ্টতা পাবে।'
'আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। তাই সামনে সময়টা গুরুত্বপূর্ণ, এই ছেলেদের আরও বেশি ক্রিকেট খেলার সুযোগ দিতে হবে যাতে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে।'
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে উইলিয়ামসন করেছেন ২,৫৭৫ রান, ১৮টি অর্ধশতকসহ। এর মধ্যে ২০২১ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৫ রান করেছিলেন, যদিও তার দল হেরেছিলো।
নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, বর্তমানে কেন্দ্রীয় চুক্তিতে না থাকা উইলিয়ামসন ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে উন্মুক্ত মনোভাব পোষণ করছেন এবং তিনি ডিসেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে অবশ্যই খেলবেন।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেন, 'খেলোয়াড় হিসেবে কেনের পারফরম্যান্স এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার অবদান অনন্য, বিশ্বের নানা প্রেক্ষাপটে তার রানপ্রবাহ প্রমাণ করে, তিনি কতটা বিশ্বমানের ব্যাটার। মাঠে ও মাঠের বাইরে তার নেতৃত্বের প্রভাবও সমানভাবে প্রশংসনীয়।'
'ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে কেন খেলবেন—এটা জেনে আমি সব নিউজিল্যান্ডবাসীকে আহ্বান জানাবো, আমাদের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারকে মাঠে খেলার সুযোগটা হাতছাড়া করবেন না।'


Comments