আয়ারল্যান্ড সিরিজের আগে ফিটনেস ফিরে পাওয়ার দৌড়ে সোহান-শরিফুল
বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার শরিফুল ইসলাম চলতি মাসের শেষদিকে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
সোমবার দ্য ডেইলি স্টারের কাছে এই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম।
দুজনেই চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত শুক্রবার অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে চোট পান। ডানহাতি ব্যাটার সোহানের ডান গোঁড়ালি মচকে গেছে। আর বাঁহাতি পেসার শরিফুলের ডান হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে।
'সোহানের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহ লাগতে পারে এবং শরিফুলের দুই থেকে তিন সপ্তাহ,' বলেছেন ফিজিও বায়জেদুল। তিনি আরও জানিয়েছেন, স্ক্যানে সোহানের গোঁড়ালিতে কোনো চিড় ধরা পড়েনি।
সোহানের পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। আর শরিফুলের পুনর্বাসন প্রক্রিয়া আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা।
বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। পরের দুটি মাঠে গড়াবে ২৯ ডিসেম্বর ও ২ ডিসেম্বর।
এর আগে দল দুটি মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।


Comments