আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশের স্পেশালাইজড ব্যাটিং কোচ আশরাফুল

ছবি: এএফপি

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলের কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত হলেন মোহাম্মদ আশরাফুল। সাবেক এই তারকা ক্রিকেটার থাকবেন স্পেশালাইজড ব্যাটিং কোচের ভূমিকায়।

সোমবার মিরপুরে পরিচালনা পর্ষদের দীর্ঘ সভা শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। আরেক বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাকও আয়ারল্যান্ড সিরিজে থাকবেন দলের সঙ্গে। তাকে দেখা যাবে টিম ডিরেক্টরের দায়িত্বে।

আয়ারল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো কোচিং করানোর স্বাদ পেতে যাচ্ছেন সাবেক ব্যাটার আশরাফুল। অন্যদিকে, সাবেক বিসিবি নির্বাচক এবং বর্তমানে বোর্ড পরিচালক ও নারী বিভাগের প্রধান সাবেক স্পিনার রাজ্জাককে এবার দেখা যাবে টিম ডিরেক্টরের বাড়তি ভূমিকায়।

বাংলাদেশ-আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২৭ নভেম্বর হবে প্রথম ম্যাচ। পরের দুটি মাঠে গড়াবে ২৯ ডিসেম্বর ও ২ ডিসেম্বর।

এর আগে দল দুটি মুখোমুখি হবে দুই ম্যাচের টেস্ট সিরিজে। আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

4h ago