আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার একদিন পর সালাউদ্দিনের পদত্যাগ

mohammad salahuddin

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত দায়িত্ব পালন করে জাতীয় দল ছাড়বেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেছেন সালাউদ্দিন।

সালাউদ্দিন এমন এক সময় পদত্যাগ করলেন যখন কিনা জাতীয় দলে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আশরাফুলকে ব্যাটিং কোচ ও আব্দুর রাজ্জাককে টিম ডিরেক্টর করা হয়।

মঙ্গলবার রাতে ক্রিকবাজকে অভিজ্ঞ কোচ জানান, 'হ্যাঁ, আমি পদত্যাগ করছি।' তিনি জানান জাতীয় দলে কোচের পদে কাজ করা আর উপভোগ করছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে ব্যক্তিগত কারণটাই উল্লেখ করছেন সালাউদ্দিন।

গত বছর সহকারী প্রধান কোচের পদে নিয়োগ দেওয়া হয় সালাউদ্দিনকে। তার সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত লম্বা চুক্তি ছিলো বিসিবির। সহকারী কোচ হলেও দলে ব্যাটিং কোচ না থাকায় ব্যাটিংয়ের দিকটা তিনিই দেখতেন।

ডেভিড হেম্পের সঙ্গে চুক্তি শেষ করার পর থেকেই বিসিবির ব্যাটিং ইউনিটের দায়িত্বে থাকা সালাউদ্দিন সাম্প্রতিক সময়ে দলের দুর্বল পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। একের পর এক ব্যাটিং ব্যর্থতা ও দলের ভুল কৌশলের দায় দেওয়া হচ্ছিলো তাকে।

এমন পরিস্থিতিতে বিসিবি সম্প্রতি আয়ারল্যান্ড সিরিজের জন্য আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক যদিও গণমাধ্যমে বলেছিলেন, সালাউদ্দিনকে সরাতে নয়, আশরাফুল বাড়তি হিসেবে যোগ দিয়েছেন। কিন্তু নিজে থেকেই সরে গেলেন সালাউদ্দিন।

বৃহস্পতিবার টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। দুই টেস্টের সিরিজের পর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের পর আর জাতীয় দলে দেখা যাবে না সালাউদ্দিনকে। যিনি ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্তও জাতীয় দলে সংযুক্ত ছিলেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago