হাবিবুর সোহানের রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরি, উড়ে গেল হংকং

Habibur Rahman Sohan

টেপ টেনিস দিয়ে ক্যারিয়ার শুরু হাবিবুর রহমান সোহানের। বছর পাঁচেক ধরে খেলছেন ক্রিকেট বলে। ঝড়ো ব্যাটিংয়ে নাম কুড়ানো এই ডানহাতি ওপেনার এবার বড় মঞ্চে চেনালেন নিজেকে। রেকর্ডময় বিস্ফোরক সেঞ্চুরিতে ভেঙেছেন দুই রেকর্ড। তার বিধ্বংসী রূপে রাইজিং স্টার এশিয়া কাপে হংকংকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ 'এ' দল।

কাতারের দোহায় ১৬৮ রানের লক্ষ্য সোহান ঝড়ে মাত্র ১১ ওভারেই তুলে নিয়েছে বাংলাদেশ। জিতেছে ৮ উইকেটে।  মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন সোহান। স্বীকৃত পর্যায়ের ক্রিকেটে এটি বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড, বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে পারভেজ হোসেন ইমনের ৪২ বলে সেঞ্চুরি ছিলো আগের দ্রুততম।

এর আগে দ্রুততম ফিফটির রেকর্ডও গড়েন তিনি। এতে ভাঙেন শুভাগত হোমের ১৬ বলে ফিফটির রেকর্ড। শুভাগত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে শাইনপুকুরের হয়ে ১৬ বলে ফিফটি করেছিলেন ২০১৯ সালে।

সোহানের পাশাপাশি বিস্ফোরক ইনিংস খেলেছেন অধিনায়ক আকবর আলি। মাত্র ১৩ বলে ৬ ছক্কায় অপরাজিত ৪১ রান করেন তিনি। ১৪ বলে ২০ করেন জিসান আলম।

হংকংয়ের দেওয়া লক্ষ্য তাড়ায় জিসানকে এক পাশে রেখে চার-ছয়ের ঝড়ে উত্তাল হয়ে উঠে সোহানের ব্যাট। ওপেনিং জুটিতে ৬.৩ ওভারে চলে আসে ১১১ রান, যাতে কেবল ২০ অবদান ছিল জিসানের। ৮ চারের পাশাপাশি ডানহাতি ব্যাটার মারেন ১০ ছক্কা।

রাইজিং স্টার এশিয়া কাপে হংকংয়ের পাশাপাশি বাংলাদেশের গ্রুপে আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এদিন ব্যাট করার জন্য ভীষণ ভালো উইকেটে আগে বোলিং বেছে দারুণ চাপ তৈরি করে আকবর আলির দল। বাবর হায়াতের ৪৯ বলে ৬৩ ও ইয়াসিম মোর্তুজার ২২ বলে ৪০ রানে হংকং ১৬৭ রান করলেও তা উইকেটের আচরণের বিচারে যথেষ্ট ছিলো না। সেটা একদম মামুলি বানিয়ে ছাড়েন সোহান। 

Comments

The Daily Star  | English

Can economy turn around in 2026?

A full economic turnaround may take time, as any new government will need time to implement policies

16h ago