একদিনে পড়ল ১৫ উইকেট, স্পিনারদের নৈপুণ্যে জয়ের পথে ভারত
দক্ষিণ আফ্রিকাকে অল্পতে গুটিয়ে দেওয়ার পর ভারতও পারল না দুইশ ছুঁতে। এরপর প্রোটিয়াদের ব্যাটিংয়ে আবার ধস নামালেন স্বাগতিকদের স্পিনাররা। ফলে কলকাতা টেস্টের দ্বিতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছে তারা।
শনিবার ইডেন গার্ডেন্সে বোলারদের দাপটে পড়েছে মোট ১৫ উইকেট। ১ উইকেটে ৩৭ রান নিয়ে নেমে ভারতের প্রথম ইনিংস থামে ১৮৯ রানে। আগের দিন প্রথম ইনিংসে ১৫৯ রানে অলআউট হওয়া দক্ষিণ আফ্রিকা দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রানে। হাতে ৩ উইকেট নিয়ে তাদের লিড মাত্র ৬৩ রানের।
ভারতের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার ৩০ রানে ৪ উইকেট ও ডানহাতি পেসার মার্কো ইয়ানসেন ৩৫ রানে ৩ উইকেট পান। এরপর সফরকারীদের দ্বিতীয় ইনিংসে একের পর এক আঘাত হানেন স্বাগতিকদের তিন বাঁহাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার শিকার ২৯ রানে ৪ উইকেট। এছাড়া, কুলদীপ যাদব ১২ রানে দুটি ও অক্ষর প্যাটেল ৩০ রানে একটি উইকেট নেন।
দিনের প্রথম ঘণ্টা নির্বিঘ্নে কাটিয়ে দেন ওপেনার লোকেশ রাহুল ও নাইটওয়াচম্যান ওয়াশিংটন সুন্দর। পানি পানের বিরতির পর দ্বিতীয় বলেই ভাঙে তাদের ৫৭ রানের জুটি। হার্মারের বলে স্লিপে এইডেন মার্করামের তালুবন্দি হন সুন্দর। তিনি করেন ৮২ বলে ২৯ রান।
এরপর বড় ধাক্কা খায় ভারত। ক্রিজে গিয়ে মাত্র ৩ বল খেলেই মাঠ ছাড়তে হয় অধিনায়ক শুবমান গিলকে। স্লগ সুইপ করে ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে চার মারার পরপর চোট পান। কাঁধ নড়াতেই পারছিলেন না তিনি। আহত অবসরে যাওয়া গিল পরে আর ব্যাটিংয়ে নামতে পারেননি।
ক্রিজে গিয়ে আগ্রাসী ঢঙে খেলতে থাকেন রিশভ পান্ত। তবে লাঞ্চের আগেই সাজঘরে ফেরেন তিনি ও রাহুল। রাহুল দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন ১১৯ বলে। পান্তের ব্যাট থেকে আসে ২৪ বলে ২৭ রান। এই ইনিংস খেলার পথে হাঁকানো দুটি ছক্কায় একটি রেকর্ডের মালিক হয়েছেন তিনি। টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ৯২টি ছক্কা এখন পান্তের। ৯১টি ছক্কা নিয়ে বিরেন্দর শেবাগ নেমে গেছেন দ্বিতীয় স্থানে।
৪ উইকেটে ১৩৮ রান নিয়ে প্রথম সেশন শেষ করা ভারত দ্বিতীয় সেশনে হুড়মুড় করে ভেঙে পড়ে। ধ্রুব জুরেল (১৪ বলে ১৪ রান), জাদেজা (৪৫ বলে ২৭ রান) ও অক্ষরকে (৪৫ বলে ১৬ রান) ইনিংস লম্বা করতে দেননি হার্মার। অক্ষরকে ইয়ানসেনের ক্যাচ বানিয়ে ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি ভারতের ইনিংসের ইতি ঘটান তিনি। কুলদীপ ও মোহাম্মদ সিরাজকে বিদায় করেন ইয়ানসেন।
৩০ রানে পিছিয়ে থেকে ফের ব্যাটিংয়ে নামা প্রোটিয়ারা প্রথম উইকেট হারায় সপ্তম ওভারে। রায়ান রিকেলটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন কুলদীপ। তারপর ধ্বংসযজ্ঞ শুরু করেন জাদেজা। ফলে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।
একে একে জাদেজার শিকার হন এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস। কাইল ভেরেইনা ও ইয়ানসেনকে যথাক্রমে অক্ষর ও কুলদীপ আউট করেন। সতীর্থদের আসা-যাওয়ার মাঝে একপ্রান্ত আগলে আছেন টেম্বা বাভুমা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক অপরাজিত ৭৮ বলে ২৯ রানে। অলৌকিক কিছু না ঘটলে আগামীকাল তৃতীয় দিনেই ফয়সালা হতে যাচ্ছে এই টেস্টের।


Comments