শাস্তি পেলেন বাবর আজম

ছবি: এএফপি

শৃঙ্খলাজনিত কারণে ভিন্নভাবে আলোচনায় এসেছেন পাকিস্তানের ক্রিকেট তারকা বাবর আজম। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আচরণবিধি ভাঙার অপরাধে আইসিসি বাবরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সিরিজে সর্বোচ্চ রান করেও শেষ পর্যন্ত রেহাই মিলল না শাস্তি থেকে।

পাকিস্তানের এই ব্যাটিং তারকাকে আইসিসির কোড অব কন্ডাক্ট লেভেল-১ ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ।

আইসিসির বিবৃতি অনুযায়ী, আইন ২.২ ভঙ্গ করেছেন বাবর, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেট সরঞ্জাম, পোশাক, মাঠের উপকরণ বা স্থাপনা অপব্যবহার সংক্রান্ত। ঘটনা ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে, আউট হওয়ার পর মাঠ ছাড়ার আগে রাগের মাথায় ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করেন বাবর আজম।

অন-ফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ ও ফোর্থ আম্পায়ার ফয়সাল আফরিদি অভিযোগ আনার পর ম্যাচ রেফারি আলী নাকভি শাস্তির প্রস্তাব দেন। বাবর অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, লেভেল-১ ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুই ডিমেরিট পয়েন্ট।

তবে শাস্তির আড়ালে তার সিরিজ পারফরম্যান্স কিন্তু ছিল দারুণ উজ্জ্বল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ ১৬৫ রান করেন বাবর আজম, যার মধ্যে ছিল তার রেকর্ড গড়া ২০তম ওয়ানডে সেঞ্চুরি। তার ব্যাটিং নৈপুণ্যে পাকিস্তান শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

1d ago