ওয়াসিমকে ছাড়িয়ে গেলেন স্টার্ক
মিচেল স্টার্কের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে জমা পড়লেন হ্যারি ব্রুক। ইনিংসে নিজের তৃতীয় শিকার ধরে এতেই পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন অজি পেসার।
টেস্ট ইতিহাসে বাঁহাতি পেসারদের মধ্যে এখন সবচেয়ে বেশি (৪১৫*) উইকেট হয়ে গেল স্টার্কের। ৪১৪ উইকেট নিয়ে এতদিন পর্যন্ত বাঁহাতিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট ছিলো ওয়াসিমের।
বৃহস্পতিবার ৪১২ উইকেট নিয়ে গোলাপী বলের ব্রিসবেন টেস্ট শুরু করেন স্টার্ক। প্রথম ওভারেই বেন ডাকেটকে স্লিপে ক্যাচ বানান তিনি। নিজের পরের ওভারে ওলি পোপকে প্লেইড অনে বোল্ড করে নেন দ্বিতীয় উইকেট। তখন ওয়াসিমকে স্পর্শ করেন তিনি, প্রথম সেশনে আগুন ঝরা বল করা স্টার্ক দ্বিতীয় স্পেলে ফিরে উঠেন বাঁহাতি পেসারদের ভেতর চূড়ায়।
৪১৫ উইকেট নিতে স্টার্কের লেগেছে ১০২ ম্যাচ ও ১৯৫ ইনিংস। পাকিস্তানি পেসার ওয়াসিম ৪১৪ উইকেট নিয়েছিলেন ১০৫ ম্যাচে, তবে তিনি আরও কম ইনিংস বল করেছিলেন, তার লেগেছিল ১৮১ ইনিংস।
স্টার্কের সামনে অপেক্ষা করছে আরও এক রেকর্ড। পেস-স্পিন সব মিলিয়ে বাঁহাতি বোলারদের ভেতর সফলতম হওয়া এখন সময়ের অপেক্ষা। ৯৩ টেস্টে ৪৩৩ উইকেট নিয়ে এই তালিকায় সবার উপরে এখনো লঙ্কান বাঁহাতি স্পিনার রঙ্গণা হেরাথ। স্টার্ক যেভাবে খেলছেন তাতে হেরাথকে ছাড়িয়ে সাড়ে চারশোর স্বপ্ন দেখতেই পারেন তিনি।
এবার অ্যাশেজে দারুণ বল করছেন স্টার্ক। পার্থে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১০ উইকেট। ব্রিসবেনেও সেই ঝলক ধরে রাখার আভাস দিয়ে রাখলেন শুরুতেই।


Comments