টি-টোয়েন্টিতে ৮১ বলে ২৩ ছক্কা ও ১৪ চারে অপরাজিত ২২৯ রান!

ছবি: আইসিসি

৮১ বলের ইনিংসে মারলেন ১৪টি চার ও ২৩টি ছক্কা! ইনিংসের শুরুতে নেমে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকলেন ২২৯ রানে! স্ট্রাইক রেট ২৮২.৭১! বিস্ফোরক ব্যাটিংয়ে বাউন্ডারির বন্যা বইয়ে দিয়ে টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য এই ইনিংস খেললেন স্কট এডওয়ার্ডস।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেনজো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডে স্রেফ তাক লাগিয়ে দেন নেদারল্যান্ডসের অধিনায়ক। অ্যাল্টোনা স্পোর্টস ক্রিকেট ক্লাবের হয়ে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বোলারদের নাকানিচোবানি খাওয়ান তিনি।

টানা দুই ছক্কায় এডওয়ার্ডস পঞ্চাশ পূর্ণ করেন ২৩ বলে। এরপর সময় যত গড়ায়, ততই উত্তাল হয়ে ওঠে ২৯ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটারের উইলো। ইনিংসের মাঝপথে সেঞ্চুরি থেকে কেবল এক রান দূরে ছিলেন তিনি। অ্যাল্টোনার উদ্বোধনী জুটি ১৫০ রান স্পর্শ করে ১১তম ওভারে। আরেক ওপেনার ল্যাচল্যান ব্যাংস বিদায় নেওয়ার তিন বল পর তিন অঙ্ক ছুঁয়ে ফেলেন এডওয়ার্ডস।

১৭তম ওভারে ব্যক্তিগত দেড়শতে পা রাখেন ডানহাতি ব্যাটার। ইনিংসের শেষভাগে তিনি ধারণ করেন রুদ্রমূর্তি। শেষ চার ওভারে মারেন ১৪টি বাউন্ডারি, এর মধ্যে ছক্কা ১২টি ও চার দুটি। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ১৬ ওভার শেষে ২ উইকেটে ২১২ থেকে ২০ ওভারে অ্যাল্টোনার সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩০৪ রান।

রান পাহাড়ে চাপা পড়ার পর জবাব দিতে নেমে একটুও সুবিধা করতে পারেনি উইলিয়ামস ল্যান্ডিং। এডওয়ার্ডসের অর্ধেকের একটু বেশি রান তুলে ১১৮ করে গুটিয়ে যায় তারা। ফলে একপেশে ম্যাচে অ্যাল্টোনা পায় ১৮৬ রানের বিশাল জয়।

ডাবল সেঞ্চুরির বিরল কীর্তি গড়লেও এডওয়ার্ডসের ঠাঁই হচ্ছে না ক্রিকেটের রেকর্ড বইতে। কারণ এই গ্রেড টুর্নামেন্টের টি-টোয়েন্টির স্বীকৃতি নেই। ফলে অক্ষত থেকে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের অর্জন। তিনি ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে মেরেছিলেন ১৩টি চার ও ১৭টি ছক্কা।

সর্বোচ্চ পর্যায়ে এডওয়ার্ডসের প্রথম সেঞ্চুরির অপেক্ষা তাই আরও বাড়ল। যে কোনো সংস্করণের স্বীকৃত ক্রিকেটে তার ব্যক্তিগত সর্বোচ্চ হলো ৯৯ রান, গত বছর জাতীয় দলের হয়ে ওমানের বিপক্ষে। ৫৫ বল মোকাবিলায় তার ব্যাট থেকে এসেছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা।

Comments

The Daily Star  | English
cold wave in northern Bangladesh

Up to 4°C colder than last year: North Bangladesh shivers

Rangpur Met Office says harsh conditions may persist for several more days

9h ago