জেনে নিন আইপিএল নিলামের খুঁটিনাটি
২০২৬ আইপিএলের মিনি নিলাম আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। টানা তৃতীয়বারের ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ১৯তম আসরের খেলোয়াড় নিলাম হতে যাচ্ছে বিদেশের মাটিতে।
বাংলাদেশ সময় অনুসারে বিকাল তিনটায় শুরু হবে নিলাম অনুষ্ঠান। স্থানীয় ও বিদেশি মিলিয়ে ৩৬৯ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাতজন— তাদের সবাই বোলার। তবে কেবল বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলার অভিজ্ঞতা আছে।
আইপিএলের ২০২৬ সালের আসরকে সামনে রেখে মিনি নিলামের জন্য মোট ১৩৫৫ খেলোয়াড় নাম নিবন্ধন করেছিলেন। যাচাই-বাছাই করে তাদের মধ্যে ৩৬৯ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। সেখানে ২৫৩ জন ভারতীয় ক্রিকেটার ও বাকি ১১৬ জন বিদেশি। এবারের নিলামে সর্বোচ্চ ৭৭ খেলোয়াড় দল পাবেন। এদের সর্বোচ্চ ৩১ জন হতে পারবেন ভারতের বাইরের।
মোস্তাফিজ আছেন নিলামের সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে আছেন মোট ৪০ ক্রিকেটার। ৭৫ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের পাঁচজন। তারা হলেন লেগ স্পিনার রিশাদ হোসেন, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এবং তিন ডানহাতি পেসার তাসকিন আহমেদ, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব। বাঁহাতি স্পিনার রকিবুল হাসান ঠাঁই পেয়েছেন ৩০ লাখ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।
এখন আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে খেলতে থাকা মোস্তাফিজের নাম আছে ফাস্ট বোলারদের দ্বিতীয় সেটে। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলতে যাওয়া রিশাদ আছেন স্পিন বোলারদের দ্বিতীয় সেটে।
বাকিদের শুধু দল পাওয়া না, নিলামে নাম ওঠার সম্ভাবনাও ক্ষীণ। ফাস্ট বোলারদের তৃতীয় সেটে তাসকিন, চতুর্থ সেটে তানজিম ও নাহিদ এবং পঞ্চম সেটে শরিফুল আছেন। আনক্যাপড স্পিনারদের চতুর্থ সেটে রয়েছেন রকিবুল। আর প্রাথমিক তালিকায় থাকলেও চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান।
অংশগ্রহণকারী ১০টি দল মিলে ধরে রেখেছে মোট ১৭৩ ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি খেলোয়াড় ৪৯ জন। এছাড়া, ট্রেডিংয়ের মাধ্যমে কয়েকজন ইতোমধ্যে দলবদল করেছেন।
ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করতে পারবে সব মিলিয়ে ২৩৭ কোটি ৫৫ লাখ রুপি। নিলামের আগে পকেট সবচেয়ে ভারী রয়েছে কলকাতা নাইট রাইডার্সের (৬৪ কোটি ৩০ লাখ রুপি)। নিলামে সবচেয়ে কম টাকা খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ান্স (২ কোটি ৭৫ লাখ রুপি)।
আইপিএলে একেকটি দল সর্বোচ্চ ১২৫ কোটি রুপি ব্যয় করতে পারে খেলোয়াড়দের জন্য। স্কোয়াড বানাতে হয় সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ২৫ জনকে নিয়ে। এদের মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ আটজন। সবচেয়ে বেশি সংখ্যক ক্রিকেটারকে (২১ জন) ধরে রেখেছে পাঞ্জাব কিংস। মুম্বাই ও গুজরাট টাইটান্সের স্কোয়াডে আছে ২০ জন করে খেলোয়াড়। সবচেয়ে কম সংখ্যক ক্রিকেটারকে (১২ জন) ধরে রেখেছে কলকাতা।
আইপিএলের আগামী আসর ২০২৬ সালের ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


Comments