ইংল্যান্ডকে গুঁড়িয়ে অ্যাশেজ অস্ট্রেলিয়ার
ফল অনেকটা অনুমিতই ছিলো, অ্যাডিলেডে রোববার পঞ্চম দিনে অনেকটা যেন আনুষ্ঠানিকতা সারল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের শেষ কটা উইকেট ছেঁটে নিশ্চিত করে নিল সিরিজ জয়।
অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে সিরিজে ৩-০ ব্যবধানে এক অপরাজিত লিড নিল অজিরা এবং হাতে দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ ট্রফি নিজেদের দখলে রাখা নিশ্চিত করল।
পার্থ এবং ব্রিসবেনে অনুষ্ঠিত প্রথম দুই টেস্টে আট উইকেটের ব্যবধানে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের পরবর্তী টেস্টটি আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে।
৪৩৫ রানের রেকর্ড লক্ষ্য তাড়ায় আগের দিনই ২০৭ রানে ৬ উইকেট খুইয়ে ফেলেছিল ইংল্যান্ড। তাদের হার হয়ে পড়েছিল সময়ের অপেক্ষা।
শেষ দিনে নেমে লোয়ার অর্ডার কিছুটা লড়াই জমায়। কিপার ব্যাটার জেমি স্মিথ ৬০ রান করে আউট হন মিচেল স্টার্কের বলে। ২৮৫ রানে পড়ে ৭ উইকেট। অলরাউন্ডার উইল জ্যাকস আর ব্রাইডন কার্স মিলে দলকে পার করান সাড়ে তিনশোর ঘর।
৪৭ করা জ্যাকসকেও ফিরিয়ে দেন স্টার্ক। কার্স অপরাজিত থাকলেও জোফরা আর্চারকে স্টার্ক আর জশ টংকে স্কট বোল্যান্ড তুলে নিলে বিজয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিক দলের।

Comments