ওয়েস্ট ইন্ডিজকে বিধ্বস্ত করে সিরিজ নিউজিল্যান্ডের
পাহাড়সম লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো করলেও পরে ধসে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। জ্যাকব ডাফি, এজাজ প্যাটেলদের তোপ সামলাতে না পারে অসহায় আত্মসমর্পণ করল তারা। অনুমিতভাবে অনায়াসে জিতল নিউজিল্যান্ড।
মাউন্ট মাঙ্গানুইতে তৃতীয় ও শেষ টেস্ট নিউজিল্যান্ড জিতেছে ৩২৩ রানে। ৪৬২ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় স্রেফ ১৩৮ রানে। ব্র্যান্ডন কিং (৬৭) ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।
৪২ রানে ৫ উইকেট নিয়ে কিউইদের নায়ক ডাফি। বাঁহাতি স্পিনার এজাজ ২৩ রানে নেন ৩ উইকেট। তিন টেস্টের সিরিজে প্রথমটি ড্র হওয়ার পর বাকি দুটি জিতে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল।


Comments