খালেদা জিয়ার মৃত্যুতে মাশরাফি-সাকিবসহ ক্রীড়াঙ্গনের শোক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের ক্রীড়া তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজরা।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার মৃত্যুর খবরে দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া নেমে আসে। সম্মান ও শোকের স্মারক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে বিসিবি।
সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা ফেসবুকে লিখেছেন, 'সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। কঠিন এই সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষী সবার প্রতি গভীর সমবেদনা। রাজনীতির দীর্ঘ লড়াইয়ে তাঁর অবদান দেশের মানুষ মনে রাখবে। আল্লাহ তাঁকে উত্তম প্রতিদান দান করুন।'
আরেক সবেক অধিনায়ক ও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসান শোক জানিয়ে লিখেছেন, ' বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার ও স্বজনদের প্রতি আমার গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ ও অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তাঁর রুহের মাগফিরাত দান করুন। সকলের কাছে তার জন্য দোয়া প্রার্থনা করছি।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস তার বার্তায় বলেন, 'সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে শোকাহত। তার পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই।'
ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'মহান আল্লাহ তাআলা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। তাঁর আত্মার শান্তি এবং দেশের জন্য ধৈর্য ও শক্তি কামনা করছি।'
কেবল ক্রিকেটাররাই নন, শোক জানিয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমাও। তিনি তার পোস্টে লেখেন, 'বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। চড়াই-উতরাই ও সংগ্রামের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ উপস্থিতি দেশের রাজনৈতিক ইতিহাসে একটি আলাদা অধ্যায়। তার দেশপ্রেম ও সংগ্রাম কোটি নারীকে উজ্জীবিত করবে।'
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবন চত্বরে জানাজা শেষে চন্দ্রিমা উদ্যানে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে।


Comments