আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ পড়া মোস্তাফিজকে স্বাগত জানাল পিএসএল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বিতর্কিতভাবে বাদ পড়ার তিনদিন পর মোস্তাফিজুর রহমান পেলেন সুখবর। বাংলাদেশের তারকা বাঁহাতি পেসারকে স্বাগত জানাল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)।
আইপিএলের সময় পিএসএলে খেলার সুযোগ থাকছে কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজের। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটির অফিসিয়াল পেজ থেকে এই খবর জানানো হয়েছে। সেখানে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'ব্যাটারদের সাবধানে খেলতেই হবে… এইচবিএল পিএসএল ১১-তে যোগ দিলেন মোস্তাফিজুর রহমান।'
এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো আইপিএল ও পিএসএলের সময়সূচি সাংঘর্ষিক। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটির পরবর্তী আসর আগামী ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যদিকে, ২৩ মার্চ শুরু হয়ে পিএসএলের আগামী আসর চলবে ৩ মে পর্যন্ত।
মোস্তাফিজ কোন দলে খেলবেন তা এখনও নিশ্চিত হয়নি। তবে তাকে পিএসএলে দেখতে পাওয়া একরকম নিশ্চিতই। এতদিন পাঁচটি বা ছয়টি দল নিয়ে আয়োজিত হলেও এবারের আসরটি হবে বড় পরিসরে। দলের সংখ্যা বাড়িয়ে আটটি করা হয়েছে।
৩০ বছর বয়সী টাইগার তারকা এর আগে কেবল একবারই পিএসএলে খেলেছেন, ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সেবার পাঁচ ম্যাচে ৬.৪৩ ইকোনমিতে ৪ উইকেট শিকার করেছিলেন তিনি। এবার আট বছর পর লিগটিতে ফিরতে যাচ্ছেন তিনি।
কলকাতা নাইট রাইডার্সের হয়ে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন মোস্তাফিজ। তবে ভারত ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে বিতর্কিতভাবে দলটির স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি। গত শনিবার তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা আসে।
মোস্তাফিজকে রাজনৈতিক কারণে বাদ দেওয়ায় বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে তৈরি হয়েছে এক নজিরবিহীন টানাপোড়েন ও উত্তাপ। যার রেশ গড়িয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।
উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নেয়, নিরাপত্তা ইস্যুতে ভারত সফর করবে না জাতীয় দল। ক্রিকেটের শীর্ষ সংস্থা আইসিসিকে চিঠি পাঠিয়ে বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করে তারা। পাশাপাশি সরকারের তথ্য মন্ত্রণালয় ঘোষণা দেয় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার।
বর্তমানে বিসিবি অপেক্ষা করছে আইসিসির কাছ থেকে চিঠির জবাব পাওয়ার। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এসেছে মোস্তাফিজের পিএসএলে নাম লেখানোর খবর।

Comments