চ্যাম্পিয়ন্স লিগ

বিশ্বকাপ ফাইনালের মতই অনুভূতি কাজ করছে মার্তিনেজের

Lautaro Martinez
লাউতারো মার্তিনেজ।

গত বছর শেষ দিকে আর্জেন্টিনার হয়ে জিতেছিলেন বিশ্বকাপ, এবার একই ফুটবল মৌসুমে ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার হাতছানি লাউতারো মার্তিনেজের। মাত্র দশম ফুটবলার হিসেবে এই 'ডাবলসের' কীর্তি গড়তে মরিয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড জানালেন, তার ভেতর কাজ করছে বিশ্বকাপ ফাইনালের মতই অনুভূতি। 

ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ ধরা হয় বিশ্বকাপ ফাইনাল। অনেকে ইউরোপের ক্লাব ফুটবলের সেরা লড়াই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালকেও এই তালিকায় রাখতে চান।

শনিবার সেই লড়াইয়ে তুরস্কের ইস্তামবুলে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্ট্র মিলান। ইন্টারের অন্যতম ফরোয়ার্ড মার্তিনেজ বিশ্বকাপের মত চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও ভাসছেন রোমাঞ্চে, 'বিশ্বকাপ ফাইনালের সময় আমার যে অনুভূতি ছিল, এখনো সেটা কাজ করছে। কেবল জার্সি বদল হয়েছে। এগুলো (বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল) বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে সবাই খেলতে চায়।'

এক মৌসুমে বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে এর আগে ৯ ফুটবলার। দশ নম্বর জায়গাটি পেতে মরিয়া জানালেন মার্তিনেজ, 'আমার জন্য খুব ভালো মৌসুম। যা কিছু করতে পেরেছি তাতে আমি খুশি। সম্ভাব্য সেরা উপায়ে শেষ করতে চাইব। আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জনের শেষ ধাপের সামনে আছে। ইন্টারের জন্য এটি খুবই গুরুপূর্ণ ম্যাচ আমরা এটা জিততে চাই।'

মার্তিনেজের মতন একই সম্ভাবনায় দাঁড়িয়ে তার বিপক্ষ দলের হুলিয়ান আলভারেজ। আলভারেজও আর্জেন্টিনার হয়ে জিতেছেন বিশ্বকাপ। সিটির হয়ে জিততে পারেন চ্যাম্পিয়ন্স লিগও। ফাইনালে কোন এক পর্যায়ে খেলতে নামলে এবং তার দল জিতলে সংক্ষিপ্ত তালিকায় নাম উঠবে তার।

এই ব্যাপারে অবশ্য জাতীয় দলের সতীর্থের সঙ্গে এখনো কথা হয়নি বলে জানান মার্তিনেজ,  'হুলিয়ানের সঙ্গে এখনো কথা হয়নি। কদিন আগে আমি বিয়ে করেছি, তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু সে আসতে পারেনি।'

Comments

The Daily Star  | English

Fire at building in Mirpur’s Kalshi under control

Seven fire engines brought the fire under control at 12:05am today

1h ago