পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ শুরু করবে বাংলাদেশ

ছবি: বাফুফে

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ নতুন আসরে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। গ্রুপে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

১৭ অক্টোবর থেকে নেপালে শুরু হচ্ছে সাফ। ২০ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামবে সাবিনা খাতুনের দল। দুদিন পর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। এই তিন দলই জায়গা পেয়েছে 'এ' গ্রুপে।

'বি' গ্রুপে লড়বে স্বাগতিক নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও ভুটান। ১৭ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলবে গ্রুপ পর্বের লড়াই। ২৭ অক্টোবর সেমিফাইনাল ও ৩০ অক্টোবর হবে ফাইনাল। সোমবার সাফের সপ্তম আসরের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন।

সাফের সবগুলো ম্যাচই হবে কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে। ২০২২ সালে এই মাঠেই স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দেশে ফিরে তাদের ছাদ খোলা বাসে দেওয়া হয়েছিলো বিপুল সংবর্ধনা।

এবারের সাফের আসর হওয়ার কথা ছিলো বাংলাদেশে। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় অনেক আগেই তা নেপালে সরিয়ে নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

10h ago