সাফজয়ী কোচ বাটলারকে ধরে রাখতে আগ্রহী বাফুফে

peter butler

নেপালে সদ্য-সমাপ্ত সাফ নারী চ্যাম্পিয়নশিপ চলাকালীন বাংলাদেশের সিনিয়র ফুটবলারদের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। পাল্টাপাল্টি বক্তব্যে দলের ভেতর-বাইরের পরিবেশ আদর্শ না থাকলেও শিরোপা ঠিকই ধরে রেখেছে লাল-সবুজ জার্সিধারীরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, তারা বাটলারকে ধরে রাখতে আগ্রহী।

গতকাল বুধবার কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। গত মার্চে কোচের দায়িত্ব নেওয়া বাটলারের অধীনে এবারের আসরে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে অপরাজিত থাকে মেয়েরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সাবেক ফুটবলার বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি আছে আগামী ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যে বাংলাদেশ দলের আর কোনো ম্যাচ নেই। মেয়েদেরকে শিরোপা জেতানোর পরপরই ক্ষোভ থেকে বর্তমান চুক্তির মেয়াদ শেষে বাটলারের চলে যাওয়ার ইচ্ছার খবর উঠে এসেছে দেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে।

বৃহস্পতিবার মুঠোফোনে দ্য ডেইলি স্টারকে কিরণ অবশ্য বলেছেন, বাটলারের সঙ্গে চুক্তি নবায়ন করতে চায় দেশের ফুটবলের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বাফুফে, 'আমি বাটলারকে অনুরোধ করেছি আগামী ২ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে। দক্ষিণ কোরিয়ায় চলমান এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) কংগ্রেস থেকে সেদিন আমি দেশে ফিরব। পরদিন আমি তার সঙ্গে আলোচনায় বসব। উদ্ভূত সমস্যা সমাধান করার জন্য নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে কী কী ঘটেছিল তা জানব। ডিসেম্বরে তার চুক্তি শেষ হয়ে গেলেও তাকে আমরা হারাতে চাই না। কারণ, আমাদের আনা কোচদের মধ্যে তিনিই সবচেয়ে সেরা।'

কোচ-ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে কিরণের মন্তব্য, কাউকে ছাড় দেওয়া হবে না, 'যদি মেয়েরা দায়ী থাকে, তাহলে তাদেরকেও পরিণতি ভোগ করতে হবে। কারণ, একাদশে কে খেলবে বা না খেলবে এটা বলার সম্পূর্ণ এখতিয়ার কোচের রয়েছে। আগের কোচ গোলাম রব্বানী ছোটনেরও একই অধিকার ছিল। আমরা সাধারণত কোচের কাজে নাক গলাই না।'

সাফের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে হতাশার ড্রয়ের পর সিনিয়র ফুটবলারদের সঙ্গে বাটলারের মতানৈক্যের বিষয়টি প্রথমবার প্রকাশ্যে এসেছিল। এরপর ভারতের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে ডিজিটাল প্ল্যাটফর্মে দীর্ঘ বৈঠক করেছিলেন বাফুফে কর্মকর্তা কিরণ। তাছাড়া, নেপাল থেকে কোচ বাটলার তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।

Comments

The Daily Star  | English

Secretariat protest: Police file case against 1,200 over attacks, vandalism

At least 75 people were injured as clashes broke out at the Secretariat between law enforcers and HSC examinees

1h ago