দরিভাল মনে করছেন, বছরটি ভালো কেটেছে ব্রাজিলের

দরিভাল জুনিয়র। ছবি: এএফপি

দরিভাল জুনিয়র কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম বছরটি কেমন কাটল ব্রাজিলের? তিনি নিজে মনে করছেন, তার অধীনে সঠিক পথে আছে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ হতে যাওয়া ২০২৪ সাল দলটির জন্য তুলনামূলক ভালো ছিল উল্লেখ করে তিনি ভক্ত-সমর্থকদের প্রতি ধৈর্য ধরার আহ্বান করেছেন।

গত জানুয়ারিতে দরিভালকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তার অধীনে চলতি বছর ১৪টি ম্যাচ খেলেছে সেলেসাওরা। স্রেফ একবার হারলেও তাদের জয়ের সংখ্যাও বেশি নয়। ছয়টি জয়ের পাশাপাশি সাতটিতে ড্র করেছে তারা।

গত কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল ছিটকে গিয়েছিল উরুগুয়ের সঙ্গে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে। সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। আগামী বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও ভালো অবস্থানে নেই। ১২ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে।

চলতি বছরের শেষ ম্যাচেও ব্রাজিলের পারফরম্যান্স জাগিয়েছে আক্ষেপ। বুধবার সকালে বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এমনকি শেষ বাঁশি বাজার পর বিব্রতকর অভিজ্ঞতাও হয়েছে দরিভাল ও তার ফুটবলারদের। মলিন পারফরম্যান্সে ক্ষুব্ধ ও বিরক্ত সমর্থকরা নিজেদের দলকেই দুয়ো দিয়েছেন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দরিভাল বলেছেন, সমালোচনা থাকলেও উন্নতি দেখতে পাচ্ছেন তিনি, 'এই বছর আমাদের খারাপের চেয়ে ভালো অর্জন বেশি ছিল। কিন্তু আমি মনে করি, ম্যাচের ফলাফল সেটাকে ঢেকে দিয়েছে। আমার পা মাটিতেই আছে এবং আমি বিশ্বাস করি, ভালো কিছু হচ্ছে। আমার অভিজ্ঞতা ও খেলোয়াড়দের সঙ্গে অভিজ্ঞতার ভিত্তিতে এটা বলতে কোনো দ্বিধা নেই। আমি অনেক আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি।'

উরুগুয়ের আগে ভেনেজুয়েলার মাঠেও ১-১ সমতায় ম্যাচ শেষ করেছিল ব্রাজিল। যে কোনো একটিতে জিতলেই বাছাইয়ের পয়েন্ট তালিকার দুইয়ে উঠতে পারত তারা। সেটা নিয়ে আফসোস করেছেন কোচ, 'মূল কাজ হলো প্রতি মুহূর্তে উন্নতি করা। আর সেটা আমি সব খেলোয়াড়ের পারফরম্যান্সের মধ্যে দেখতে পাচ্ছি। গত দুটি ম্যাচে আমাদের পারফরম্যান্স ভালো ছিল। তবে আমাদের ভাগ্য আরও একটু ভালো হতে পারত। একটি করে গোল পেলে আমরা বাছাইপর্বের দুইয়ে থেকে বছরটা শেষ করতে পারতাম।'

নিজেদের হারিয়ে খুঁজতে থাকা ব্রাজিলের পরিসংখ্যান গত বছর ছিল একেবারেই বেহাল। নয়টি ম্যাচ খেলে টানা তিনটিসহ পাঁচটিতেই হেরেছিল তারা। জিতেছিল তিনটিতে। বাকিটি করেছিল ড্র। সেই তুলনায় গেলে এই বছর তাদের পারফরম্যান্সের গ্রাফ ঊর্ধ্বমুখী।

দরিভালের মতে, কাঙ্ক্ষিত ফলাফলের জন্য যে ধরনের স্কোয়াড দরকার, সেটা পেতে আরও একটু অপেক্ষায় থাকতে হবে ব্রাজিলের ফুটবলপ্রেমীদের, 'আমি মনে করি, অনেক কিছুর পরিবর্তন হয়েছে। আমরা সঠিক পথে আছি। আমরা যে ধরনের ফল আশা করছি, আমরা সেটা করার খুব কাছে আছি। কিন্তু ভক্তদের আরও আত্মবিশ্বাস দেবে, এমন উপযুক্ত দল খুঁজে বের করার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে।'

Comments

The Daily Star  | English

Bangladesh Bank plans mergers of troubled banks, NBFIs

Six Islamic banks are likely to be merged initially, said central bank officials.

12h ago