১৮ বিদ্রোহী ফুটবলারকে বাদ দিয়ে নারী দল ঘোষণা বাটলারের

ছবি: বাফুফে

বেশ কয়েকজন সিনিয়রসহ ১৮ বিদ্রোহী ফুটবলারের বাদ পড়া অনুমিতই ছিল। প্রধান কোচ পিটার বাটলারের ঘোষণায় তা স্পষ্ট হলো। সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য নতুন চেহারার বাংলাদেশ নারী ফুটবল দল দিলেন তিনি।

বৃহস্পতিবার ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইংলিশ কোচ বাটলার। সেখানে নেই তার বিরুদ্ধে বিদ্রোহ করা খেলোয়াড়রা, যাদের অনেকে গত বছর সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

নতুনদের আধিক্য থাকলেও সাফজয়ী দলের কয়েকজন আছেন দলে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন আটজন।

অভিজ্ঞতার ঘাটতি থাকায় বাটলার মনে করেন, এই দলকে নিয়ে ধৈর্য ধারণ করতে হবে। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, '২৩ জন খেলোয়াড়ের সন্নিবেশ ঘটেছে এখানে। তাদের কয়েকজন অভিজ্ঞ। বাকিদের ওপর আমি আস্থা রাখছি। এটি একটি তরুণ দল। আমি তাদেরকে সময় দিতে চাই। তাদেরকে ধৈর্য ধরতে হবে। তারা ভুল করতে পারে। তবে তারা শিখবে। কারণ, আমরা তাদেরকে যতটা সম্ভব খেলার সুযোগ দেওয়ার চেষ্টা করব।'

মনোভাব ও দায়বদ্ধতার গুরুত্বের উপর জোর দিয়ে বাটলার যোগ করেছেন, 'আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই খেলোয়াড়রা যেন সঠিক মানসিকতা নিয়ে তাদের কাজ করে, সম্মান দেখায় এবং এমন একটি পারফরম্যান্স দেখায় যা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রতি সুবিচার করে।'

আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের নারীরা। প্রথমটি হবে আগামী ২৬ ফেব্রুয়ারি, পরেরটি ২ মার্চ। এর আগে ২৪ ফেব্রুয়ারি দেশ ছাড়বে বাটলারের শিষ্যরা।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড:

গোলরক্ষক: ইয়ারজান বেগম, মিলি আক্তার ও মেঘলা রানী রায়;

ডিফেন্ডার: কোহাতি কিস্কু, জয়নব বিবি রিতা, আফিদা খন্দকার, সুরমা জান্নাত, মোসাম্মৎ সুলতানা, কানম আক্তার, মরিয়ম বিনতে হান্না ও অর্পিতা বিশ্বাস;

মিডফিল্ডার: হালিমা আক্তার, স্বপ্না রানী, মুনকি আক্তার ও বন্যা খাতুন;

ফরোয়ার্ড: আইরিন খাতুন, আকলিমা খাতুন, শাহেদা আক্তার রিপা, অয়ন্ত বালা মাহাতো, ঐশি খাতুন, তনিমা বিশ্বাস, সৌরভি আক্তার প্রীতি ও নবিরন খাতুন।

Comments

The Daily Star  | English
Strategies we can employ in tariff talks with the US

US tariff talks: Bangladesh writes to USTR, seeking date

The negotiation team from Bangladesh will fly to America once the USTR fixes a date for the talks

10h ago