মেসির 'চোট' নিয়ে যা বললেন মায়ামি কোচ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে কাভালিয়ারের বিপক্ষে তরতাজা রাখতেই এলএলএসের ম্যাচে হোস্টন ডায়নামোর বিপক্ষে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছিল ইন্টার মায়ামি। এতো দিন জানা গিয়েছিল এমনটাই। কিন্তু আজ জ্যামাইকার ক্লাবটির বিপক্ষে ঘরের মাঠে খেলেননি এই আর্জেন্টাইন। তাহলে কি চোটে পড়েছেন মেসি?

তবে মেসির ফিটনেস নিয়ে যে কোনো উদ্বেগ উড়িয়ে দিয়েছেন মায়ামির প্রধান কোচ হাভিয়ের মাশ্চেরানো। স্পষ্ট করে জানিয়েছেন যে, আর্জেন্টাইন তারকাকে সম্পূর্ণ সতর্কতামূলক কারণে বিশ্রাম দেওয়া হয়েছে। খুব শিগগিরই মাঠে ফিরে আসছে আর্জেন্টাইন অধিনায়ক।

আজ শুক্রবার বাংলাদেশ সময় সকালে ঘরের মাঠে কাভালিয়ারের বিপক্ষে ২-০ গোলের জয়ে পেয়েছে ইন্টার মায়ামি। তাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে দলটি। যদিও প্রতিপক্ষের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ এখনও বাকি।

মেসিকে নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশ্চেরানো বলেন, 'আমি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিই, আর তারা আমাকে নিশ্চিত করেছে যে মেসির কোনো চোট বা ক্ষত নেই। তবে তিনি মাত্র ছয় দিনে তিনটি ম্যাচ খেলার কারণে ক্লান্ত, আবহাওয়া পরিবর্তনের ধকলও সইতে হয়েছে, নানা পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।'

মূলত মেসিকে নিয়ে কোনো ধরণের ঝুঁকি নিতে না চাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এই আর্জেন্টাইন কোচ, 'আমরা তাকে সতর্কতার সঙ্গে সামলাতে চাই এবং তার ক্লান্তি যেন আরও না বাড়ে, সে জন্যই আমরা তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'

চেজ স্টেডিয়ামে অবশ্য ম্যাচের প্রথমার্ধে বেশ ভুগেছে মায়ামি। কাভালিয়া দৃঢ় প্রতিরোধ গড়ে তোলে এবং কয়েকটি সুযোগও তৈরি করে। বিরতির ঠিক আগে ভিএআর তাদের গোল বাতিল না করলে এগিয়েও যেতে পারতো তারা। তবে দ্বিতীয়ার্ধে মায়ামি ছন্দ খুঁজে পায়। ৬১তম মিনিটে টাদেও আলেন্দের গোলে এগিয়ে যায়। পরে ৮৩তম মিনিটে প্রতিপক্ষের রক্ষণভাগের ভুল কাজে লাগিয়ে লুইস সুয়ারেজ জয় নিশ্চিত করেন।

আগামী ১৩ মার্চ কিংস্টনে ফিরতি লেগের আগে কাভালিয়ারের প্রধান কোচ রুডলফ স্পেইড তার দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেননি। একইসঙ্গে মেসির সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে খুব বেশি গুরুত্বও দেননি, 'আমরা এখানে ইন্টার মায়ামির বিপক্ষে খেলতে এসেছি, মেসির বিপক্ষে নয়।'

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago