বাংলাদেশ-ভারতের পাশাপাশি সিঙ্গাপুর-হংকং ম্যাচও ড্র

২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের 'সি' গ্রুপে রয়েছে চারটি দল। তারা হলো বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং। একটি করে ম্যাচ শেষে তাদের সবার নামের পাশে রয়েছে সমান ১ পয়েন্ট করে।

মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে শিলংয়ে ভারতকে কাঁপিয়ে দিয়েও গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। সুযোগ নষ্টের মহড়া না দিলে বড় ব্যবধানে জিততে পারত লাল-সবুজ জার্সিধারীরা। বিশেষ করে, খেলা শুরুর প্রথম ২০ মিনিটের মধ্যে চারটি ভালো সুযোগ ফিনিশিংয়ের অভাবে হাতছাড়া হয় হাভিয়ের কাবরেরার শিষ্যদের।

একই ফল এসেছে এই গ্রুপের আরেক লড়াইয়ে। এক ঘণ্টা আগে শুরু হওয়া স্বাগতিক সিঙ্গাপুর ও হংকংয়ের মধ্যকার ম্যাচ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

বাছাইয়ে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুবার করে খেলবে। একবার নিজেদের মাঠে, আরেকবার প্রতিপক্ষের মাঠে। পয়েন্ট তালিকার শীর্ষ দল ঠাঁই করে নিবে ২০২৭ সালে সৌদি আরবে অনুষ্ঠেয় এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। সব মিলিয়ে সেখানে অংশগ্রহণ করবে ২৪টি দল।

গত বছরের ডিসেম্বরে সবশেষ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং অনুসারে, 'সি' গ্রুপের দলগুলোর মধ্যে সবার ওপরে থাকা ভারত রয়েছে ১২৬ নম্বরে। হংকংয়ের অবস্থান ১৫৫তম। সিঙ্গাপুর আছে ১৬০ নম্বরে। সবার নিচে থাকা বাংলাদেশের র‍্যাঙ্কিং ১৮৫তম।

বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ১০ জুন। ঘরের মাঠ ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরকে মোকাবিলা করবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা। একই দিনে হংকংয়ের মাঠে খেলতে নামবে ভারত।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

1h ago