অধিনায়কসহ অভিজ্ঞদের ফিরিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে

ছবি: এএফপি

ব্যক্তিগত কারণে ছুটি নেওয়ায় আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের সবশেষ টেস্টে না খেলা অধিনায়ক ক্রেইগ আরভিন ফিরেছেন দলে। পিঠের চোট থেকে সেরে উঠেছেন আরেক তারকা ক্রিকেটার শন উইলিয়ামস। অভিজ্ঞদের নিয়ে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে আফ্রিকার দেশটি।

সোমবার পূর্ণ শক্তির ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। ব্যাটার ক্রেইগ আরভিন ও অলরাউন্ডার উইলিয়ামসের পাশাপাশি ফিরেছেন বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। ঘরের মাটিতে আইরিশদের বিপক্ষে ওই ম্যাচে ছিলেন না আরভিন ও উইলিয়ামস। আর মাসাকাদজা শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

দুই বছরের ব্যবধানে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার টাফাডজোয়া সিগা। স্কোয়াডে একমাত্র নতুন মুখ লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা। বাদ পড়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জয়লর্ড গুম্বি, পেসার নিউম্যান নিয়ামুরি ও ব্যাটার টাকুডজোয়ানাশে কাইটানো।

পাঁচ বছর পর টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। দুই ম্যাচের সিরিজের কোনো খেলা রাখা হয়নি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।

সিলেটে হবে প্রথম ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু ২০ এপ্রিল। দ্বিতীয় ম্যাচ হবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা শুরু ২৮ এপ্রিল। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট সিরিজও হয়েছিল একই কায়দায়। সেবারের মতো এবারও কোনো ম্যাচ রাখা হয়নি দেশের প্রধানতম ভেন্যু মিরপুরে।

নিজেদের ডেরায় জিম্বাবুয়ের বিপক্ষে এখন পর্যন্ত ১০টি টেস্ট খেলেছে বাংলাদেশ। পরিসংখ্যান অনুসারে, সাফল্যের হার স্বাগতিকদের পক্ষে। ছয়টি জয়ের বিপরীতে তারা হেরেছে দুটিতে। দুই দলের বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

জিম্বাবুয়ের স্কোয়াড: ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, টাফাডজোয়া সিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

2h ago