আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। বড় খবর হলো, ইনজুরির কারণে গতবার না থাকা দলের অধিনায়ক লিওনেল মেসি এবার ফিরছেন। তার সঙ্গে লিওনেল স্কালোনির প্রক্রিয়ার অংশ হওয়া আরও কয়েকজন খেলোয়াড়ও স্কোয়াডে ফিরেছেন। তাদের মধ্যে রয়েছে আলেহান্দ্রো গার্নাচো এবং ভালেন্তিন বার্কোর মতো ফুটবলার।

আগামী ৫ জুন সান্তিয়াগোতে চিলি এবং ১০ জুন মনুমেন্তালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করে ফেলেছে দলটি। তবে প্রস্তুতির অংশ হিসেবে এই ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ।

ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের অ্যাডাক্টর ইনজুরিতে ভোগার কারণে গত নভেম্বরের উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচগুলো খেলতে পারেননি মেসি। তবে এখন তিনি পুরোপুরি ফিট এবং যুক্তরাষ্ট্রে দারুণ ফর্মে আছেন। তাই তাকে শুরু থেকেই মাঠে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

তার সঙ্গে ফিরেছেন আরও কিছু তরুণ মুখ—আলেহান্দ্রো গার্নাচো, যিনি বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডে দারুণ খেলছেন এবং ভালেন্তিন বার্কো, যিনি ফ্রান্সের স্ট্রাসবুর্গ ক্লাবে চমৎকার পারফর্ম করছেন। যদিও ক্লাবে এখনও এ দুই খেলোয়াড় পাকাপাকিভাবে জায়গা করতে পারেননি।

এছাড়াও ফিরেছেন হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), নিকোলাস দমিঙ্গেজ (নটিংহ্যাম ফরেস্ট) এবং ভালেন্তিন কাস্তেয়ানোস (লাৎসিও)—তিনজনই স্কোয়াডে জায়গা পেয়েছেন। তবে বাদ পড়েছেন—জার্মান পেজ্জেলা, মার্কোস অ্যাকুনা ও গনসালো মন্তিয়েল। এই তিনজনের মধ্যে শুধু মন্তিয়েল ইনজুরির কারণে বাদ পড়েছেন।

প্রাথমিক তালিকা হওয়ায়, শারীরিকভাবে পুরোপুরি ফিট না থাকলে কেউই চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন না, কারণ অনেক খেলোয়াড় ক্লাব বিশ্বকাপে খেলছেন এবং ক্লান্ত থাকতে পারেন। তবে কিছুটা বিস্ময়কর বিষয় হলো, ইতালিয়ান কাপজয়ী বোলোনিয়ার দুই ফুটবলার সান্তিয়াগো কাস্ত্রো এবং বেনহামিন দমিঙ্গেজ স্কোয়াডে নেই।

এদিকে, এখন আর তেমন নতুন না হলেও, পাওলো দিবালার অনুপস্থিতিও উল্লেখযোগ্য। মার্চে বাঁ উরুতে অস্ত্রোপচার করানোর পর থেকে তিনি রোমার হয়ে খেলেননি, এবং আপাতত জাতীয় দলের বাইরে থাকবেন।

আর্জেন্টিনা স্কোয়াড:

এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুল্লি, অলতার বেনিতেজ; নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্তিয়ান রোমেরো, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, ফাকোন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো; ভালেন্তিন বার্কো, অ্যালেক্সিস ম্যাক আলিস্তার, লিয়ান্দ্রো পারাদেস, নিকোলাস দমিঙ্গেস, অ্যাজাকুয়েল প্যালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এঞ্জো ফার্নান্দেজ; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, নিকোলাস পাজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গনজালেস, জিওলিয়ান সিমিওনে, আনহেল কোরেরা।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago