ব্রাজিলকে ফের বিশ্ব চ্যাম্পিয়ন করার প্রত্যয় জানালেন আনচেলত্তি

ছবি: এএফপি

ব্রাজিলকে বিশ্বের সেরা ফুটবল দল হিসেবে অভিহিত করেছেন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের দায়িত্ব নিয়ে নিজেকে সম্মানিত ও গর্বিত মনে করছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ান ট্যাকটিশিয়ান। আগামী ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যও নির্ধারণ করেছেন তিনি।

গতকাল সোমবার ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দফতরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে নতুন কোচ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। তার সামনে রয়েছে দলটিকে চেনা রূপে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ।

গত চার বছর রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কাজ করার পর রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব নিয়েছেন ডন কার্লো। স্প্যানিশ ক্লাবটির ইতিহাসের সফলতম কোচ তিনি। দুই মেয়াদে তিনি তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জিতেছেন।

ইতালিয়ান ক্লাব এসি মিলানকে একবার সিরি আতে ও দুবার ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন করেছেন আনচেলত্তি। ইংলিশ ক্লাব চেলসির হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ ও এফএ কাপ। পিএসজি ও বায়ার্ন মিউনিখের হয়ে যথাক্রমে ফরাসি লিগ ওয়ান ও জার্মান বুন্ডেসলিগার শিরোপা জয়ের অভিজ্ঞতাও তার রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে ধুঁকতে থাকা ব্রাজিলকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন করার প্রত্যয় জানিয়েছেন আনচেলত্তি। প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন, 'আমার সামনে অনেক বড় দায়িত্ব। আমি আনন্দিত, চ্যালেঞ্জটা বিশাল। এই দলের সঙ্গে আমার সব সময়ই একটি বিশেষ সম্পর্ক ছিল।'

তিনি যোগ করেছেন, 'ব্রাজিলকে আবারও চ্যাম্পিয়ন করার জন্য আমরা সবাই মিলে কাজ করব। বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত ও গর্বিত।'

ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছিল ২০০২ সালে আসরে। আনচেলত্তির অধীনে তাদের প্রথম দুটি ম্যাচ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের অংশ। আগামী ৬ জুন তারা অ্যাওয়ে ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। পাঁচদিন পর ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

আনচেলত্তি স্থলাভিষিক্ত হয়েছেন দরিভাল জুনিয়রের, যাকে গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের বড় হারের পর বরখাস্ত করা হয়েছিল। ওই স্কোরলাইন ছিল দলটির ধারাবাহিকভাবে খারাপ পারফরম্যান্সের অংশ।

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে। তাদের আর চারটি ম্যাচ বাকি আছে। দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয়টি দল আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ফুটবলের বিশ্ব আসরে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।

কাতারে অনুষ্ঠিত সবশেষ ২০২২ সালের বিশ্বকাপ থেকেই সংগ্রাম করছে ব্রাজিল। সেবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে তারা ছিটকে গিয়েছিল। এরপর ২৫ ম্যাচ খেলে মাত্র ১০টিতে জিতেছে তারা, হেরেছে সাতটিতে, ড্র করেছে বাকি আটটি ম্যাচ।

Comments

The Daily Star  | English
Aminul Islam Bulbul new BCB president

Bulbul 'agrees' to take over BCB president's post

Aminul Islam Bulbul is coming to the Bangladesh Cricket Board as its president, the former national team captain himself confirmed to The Daily Star.

44m ago