বায়ার্নে যোগ দিলেন টাহ

পুরো মৌসুম জুড়েই গুঞ্জন ছিলো ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন জনাথন টাহ। কিন্তু শেষ দিকে এসে নাটকীয়ভাবে সব পাল্টে যায়। কাতালান ক্লাবটিকে হতাশ করে তাকে স্বাক্ষর করায় বায়ার্ন মিউনিখ। বৃহস্পতিবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।

এদিন এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বায়ার লেভারকুসেন থেকে বিনামূল্যে ট্রান্সফারে টাহকে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি ঘোষণা দেয় বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা। ২৯ বছর বয়সী এই সেন্টার-ব্যাক বায়ার্নের সঙ্গে চার বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন, যার মেয়াদ চলবে ২০২৯ সাল পর্যন্ত।

বিবৃতিতে টাহ বলেন, 'বায়ার্নে এসে আমি ভীষণ খুশি। এখানে আমি দায়িত্ব নিতে চাই এবং প্রতিদিন কঠোর পরিশ্রম করতে চাই, যেন আমরা দল হিসেবে সফল হতে পারি এবং অনেক ট্রফি জয় করতে পারি।'

এক দশক ধরে লেভারকুসেনে কাটানো টাহ ২০২৩-২৪ মৌসুমে দলের হয়ে অপরাজিত থেকে বুন্ডেসলিগা ও ডিএফবি পোকাল জয় করেন। ২০২৫ সালের পর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানানোর পর, মে মাসে ঘরের মাঠে শেষ ম্যাচে তাকে উষ্ণ বিদায় জানানো হয়।

অবশ্য গত গ্রীষ্মেই টাহকে দলে ভেড়াতে চেয়েছিল বায়ার্ন। কিন্তু চুক্তির শেষ বছর চললেও লেভারকুসেনের দাবি করা মূল্য দিতে রাজি হয়নি বাভারিয়ানরা। তবে এবার ফ্রি ট্রান্সফারে এই ডিফেন্ডারকে দলে ভেড়াতে পেরে সন্তুষ্ট ক্লাবটি।

এদিকে, মৌসুম শেষে এরিক ডায়ার মোনাকোতে যোগ দেওয়ায়, একজন অভিজ্ঞ সেন্টার-ব্যাকের খোঁজে ছিল বায়ার্ন। হটার আগমনে সে ঘাটতি পূরণ হবে বলে মনে করছেন ক্লাবের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রয়েন্ড, 'জনাথন টাহর মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন একজন খেলোয়াড় পেয়ে আমরা খুশি। তার গুণগত মান, নেতৃত্বের ক্ষমতা এবং পেশাদার মনোভাব আমাদের রক্ষণভাগে দ্রুতই প্রভাব ফেলবে।'

হ্যামবুর্গে জন্ম নেওয়া টাহ এর আগে বার্সেলোনার সঙ্গে দারুণভাবে জড়িত ছিলেন, যেখানে তিনি সাবেক জার্মানি কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে পারতেন। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

Comments

The Daily Star  | English

Ducsu polls: Security measures tightened at Dhaka University

Voting for the long-awaited Ducsu and hall union elections began this morning after a six-year pause

39m ago