বিধ্বস্ত ইন্টারকে বিমানবন্দরে স্বাগত জানালেন মাত্র ১ ভক্ত!

ছবি: সংগৃহীত

এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের একতরফা ফাইনালে বিধ্বস্ত হয় ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে নিয়ে পুরোটা সময় স্রেফ ছেলেখেলা করে চ্যাম্পিয়ন হওয়া পিএসজি। দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতার পর দেশে ফিরেও বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি হলো তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মাত্র একজন ভক্ত!

গত শনিবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে ৫-০ গোলের হেরে রানার্সআপ হয় ইন্টার। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতার ৭০ বছরের সুদীর্ঘ ইতিহাসে ফাইনালে এত বড় ব্যবধানে হারেনি আর কোনো দল। সেদিনের শিরোপা নির্ধারণী লড়াইয়ে একদমই খুঁজে পাওয়া যায়নি নেরাজ্জুরিদের। গোটা ৯০ মিনিট তাদেরকে চেপে ধরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি উঁচিয়ে ধরে পিএসজি।

এমন ফল রীতিমতো অবিশ্বাস্য! নতুন ফরম্যাটে আয়োজিত এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বে পয়েন্ট তালিকায় চতুর্থ হয়েছিল ইন্টার। সরাসরি তারা জায়গা করে নেয় শেষ ষোলোতে। ফাইনালের টিকিট নিশ্চিত করার পথে সিমোনে ইনজাগির শিষ্যরা কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ ও সেমিফাইনালে বার্সেলোনাকে বিদায় করে। কিন্তু দুর্দান্ত সেসব পারফরম্যান্সের ছিটেফোঁটাও দেখা মেলেনি মূল মঞ্চে।

লড়াইবিহীন হারে ইন্টারের ভক্ত-সমর্থকদের উন্মাদনাও একেবারে হাওয়ায় মিলিয়ে গেছে। সেটার প্রমাণ মিলেছে দলটি জার্মানিতে ফাইনাল খেলে ইতালিতে ফিরে যাওয়ার পর। তাদেরকে অভ্যর্থনা জানাতে ছিল না কোনো আয়োজন। লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, গতকাল রোববার মালপেন্সা বিমানবন্দরে মাত্র একজন ভক্ত স্বাগত জানাতে হাজির হয়েছিলেন।

মার্কো নামের ওই সমর্থকের সঙ্গে পরে কথা বলে ইতালিয়ান গণমাধ্যমটি। তিনি জানান, 'একমাত্র বোকা আমিই এখানে এসেছি। তারপরও বলব, তারা বাহবা পাওয়ার যোগ্য।'

সব মিলিয়ে চরম হতাশা নিয়ে ২০২৪-২৫ মৌসুম শেষ করতে হয়েছে ইন্টারকে। গত এপ্রিল মাসেও টিকেছিল মিলানের ক্লাবটির মর্যাদাপূর্ণ 'ট্রেবল' জয়ের সম্ভাবনা। কিন্তু শেষ পর্যন্ত কিছুই মেলেনি তাদের। ফরাসি ক্লাব পিএসজির কাছে ধরাশায়ী হওয়ার আগে নাপোলির কাছে সিরি আ ও শহর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে ইতালিয়ান কাপের শিরোপা খোয়ায় তারা।

Comments

The Daily Star  | English

USTR yet to give date for final tariff talks

The Trump administration is scheduled to apply the new tariff rates for the countries concerned from August 1.

11h ago