সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে ভুটানের বিপক্ষে জয়ের প্রত্যয় জামালের

ছবি: ফিরোজ আহমেদ

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেও ভুটানের বিপক্ষে লড়াইকে হালকা করে দেখছেন না জামাল ভূঁইয়া। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সেরাটা দিয়ে জয় তুলে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। খেলা শুরু হবে আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায়। এরপর একই ভেন্যুতে ১০ জুন এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

সিঙ্গাপুরের বিপক্ষে নামার আগে প্রস্তুতির অংশ হিসেবে ভুটানকে মোকাবিলা করতে যাচ্ছে বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারীদের জন্য এটি নিজেদের শক্তি-দুর্বলতা পরখ করার সুবর্ণ সুযোগ। 

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন কক্ষ ছিল গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে টইটুম্বুর। হামজা চৌধুরী-শমিত সোমদের আগমনে বাংলাদেশের ফুটবল নিয়ে যে তুমুল উদ্দীপনা তৈরি হয়েছে, সেটাই যেন স্পষ্টভাবে ফুটে ওঠে আরেকবার।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে নজর রেখে ভুটানের বিপক্ষে জামালের চাওয়া জয়, '১০ তারিখ (জুন) আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে ভুটানের বিপক্ষে কালকের ম্যাচও গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের সেরাটা দেব। তবে এখন আমাদের মূল মনোযোগ হচ্ছে কালকের ম্যাচে, জিততে হবে।'

গত বছর সেপ্টেম্বরে ভুটানের মাটিতে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। থিম্পুতে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১-০ গোলে জিতলেও দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে হেরে গিয়েছিল সফরকারীরা।

জামালের মতে, এখন চিত্রটা ভিন্ন, 'সবশেষ আমরা যখন ভুটানের বিপক্ষে খেলেছি, তখনকার আর এখনকার অবস্থাটা ভিন্ন। ওই ম্যাচের আগে আমাদের অধিকাংশ খেলোয়াড়ই প্রায় ৩-৪ মাস ধরে খেলার মধ্যে ছিল না। এখন প্রিমিয়ার লিগ মাত্র শেষ হয়েছে, তো সবাই খেলার মধ্যে আছে।'

Comments

The Daily Star  | English

Public service recruitment: Govt to scrap political vetting

The practice of vetting a candidate's political affiliation through intelligence agencies before recruitment and promotion is set to be scrapped

16h ago