ইকুয়েডরের বিপক্ষে যেমন একাদশ নিয়ে নামছে আনচেলত্তির ব্রাজিল

ছবি: এএফপি

আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর পাঁচটায় খেলতে নামবে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ ইকুয়েডর। দলটির নতুন কোচ কার্লো আনচেলত্তির শুরুর একাদশ কেমন হতে পারে, দেশটির গণমাধ্যম গ্লোবো দিয়েছে সেই ধারণা।

গত মাসে ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ ইতালিয়ানকে দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে সেলেসাওদের কোচ হিসেবে অভিষেক হবে তার।

গত মার্চে বাছাইয়ের সবশেষ ম্যাচে আর্জেন্টিনার মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে ৪-১ গোলে উড়ে গিয়েছিল ব্রাজিল। গ্লোবোর প্রতিবেদন অনুসারে, সেদিনের মূল একাদশের প্রায় পুরোটা বদলে ফেলতে যাচ্ছেন আনচেলত্তি। যদিও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি নিজে কোনোকিছু খোলাসা করেননি।

বেন্তোর বদলে চোট থেকে সেরে ওঠা আলিসনের গোলপোস্ট সামলাতে যাওয়া অনুমিত। রক্ষণভাগে জায়গা ধরে রাখতে পারেন কেবল মার্কিনিয়োস। সেক্ষেত্রে তার সঙ্গী হবেন ভান্দারসন, আলেক্সান্দ্রো রিবেইরো ও আলেক্স সান্দ্রো। লিল সেন্টার-ব্যাক আলেক্সান্দ্রোর এখনও অভিষেক হয়নি জাতীয় দলের জার্সিতে। আর্জেন্টিনার বিপক্ষে মাঝমাঠে খেলা আন্দ্রে ও জোয়েলিনতন স্কোয়াডেই ঠাঁই পাননি। তাদের পরিবর্তে খেলতে দেখা যাবে কাসেমিরো, ব্রুনো গিমারেস ও জেরসনকে।

ইকুয়েডরের বিপক্ষে আক্রমণভাগ গঠন করা হতে পারে এস্তেভাও, রিচার্লিসন ও ভিনিসিয়ুস জুনিয়রকে নিয়ে। সেক্ষেত্রে বেঞ্চে জায়গা হবে মাথেয়াস কুনিয়ার। হলুদ কার্ডের কারণে পাওয়া নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না রাফিনিয়া। আর রদ্রিগোর জায়গা হয়নি এবারের দলে।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের মূল পর্বে খেলা এখনও নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। বাছাইয়ে ১৪ ম্যাচে তাদের অর্জন ২১ পয়েন্ট। গোল ব্যবধানে পয়েন্ট তালিকার চার নম্বরে আছে তারা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ:

গোলরক্ষক: আলিসন

ডিফেন্ডার: ভান্দারসন, মার্কিনিয়োস, আলেক্সান্দ্রো রিবেইরো, আলেক্স সান্দ্রো

মিডফিল্ডার: কাসেমিরো, ব্রুনো গিমারেস, জেরসন

ফরোয়ার্ড: এস্তেভাও, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago