বিশ্বকাপ ফুটবলের বাকি আর এক বছর, নিশ্চিত হলো ১৩ দল

Fifa World Cup

আজ থেকে ঠিক এক বছর পর শুরু হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এখন চলছে বাছাইপর্ব। ইতোমধ্যে মূল আসর খেলা নিশ্চিত করেছে ১৩ দল। এই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ, বিভিন্ন মহাদেশের দলগুলোর জন্য তাতে সুযোগও বেড়েছে।

স্বাগতিক হওয়ায় তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর নাম আগে থেকেই লেখা ছিলো। তাদের বাদ দিলে বাছাই পেরিয়েছে ১০ দল।

এশিয়া থেকে ছয়টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে:

  • জাপান: গত ২০ মার্চ  যোগ্যতা অর্জনকারী প্রথম দল হিসেবে নিজেদের স্থান পাকা করে।
  • ইরান: ২৫ মার্চ জাপানের পর যোগ্যতা অর্জন করে।
  • দক্ষিণ কোরিয়া: ৫ জুন বিশ্বকাপ নিশ্চিত করে এশিয়া থেকে প্রায় নিয়মিত বিশ্বকাপ খেলা দক্ষিণ কোরিয়া। 
  • জর্ডান ও উজবেকিস্তান: ৫ জুনেই প্রথমবারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়ে জর্ডান ও উজবেকিস্তান।
  • অস্ট্রেলিয়া: ১০ জুন, ২০২৫ তারিখে তাদের স্থান নিশ্চিত করে।

ওশেনিয়া থেকে একটি দল বিশ্বকাপ নিশ্চিত করেছে:

  • নিউজিল্যান্ড: ওশেনিয়া অঞ্চলের একমাত্র সরাসরি স্পটটি দখল করেছে।

দক্ষিণ আমেরিকা থেকে তিনটি শক্তিশালী দল তাদের যোগ্যতা অর্জন করেছে:

  • আর্জেন্টিনা: বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ২৫ মার্চেই শিরোপা ধরে রাখার সুযোগ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে।
  • ব্রাজিল ও ইকুয়েডর: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ১০ জুন প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে তাদের বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে। ব্রাজিলই একমাত্র দল যারা সবগুলো বিশ্বকাপেই খেলার যোগ্যতা অর্জন করল। একই দিনে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ইকুয়েডর।

ইউরোপ এবং আফ্রিকা অঞ্চলের বাছাইপর্ব এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো দল এখনো তাদের স্থান নিশ্চিত করতে পারেনি।

Comments

The Daily Star  | English

Tug-of-war over water lily continues

The Election Commission and National Citizen Party remain locked in a heated debate over the party’s choice of electoral symbol, the water lily -- a dispute that began in June.

2h ago