হাসপাতালে এমবাপে

গুরুতর গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, এমবাপের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

গত কয়েকদিন থেকেই জ্বরে আক্রান্ত ছিলেন এমবাপে। তবে এ ধরনের সংক্রমণে হঠাৎ করে বমি, পেট ব্যথা, ডায়রিয়া ও শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। যদিও ক্লাব থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ক্লাব বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, 'আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। উপযুক্ত চিকিৎসা ও পরপর কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি।'

এমবাপের অসুস্থতার খবর এমন এক সময় এলো, যখন তিনি সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে রিয়ালের প্রথম ম্যাচে খেলা নিয়ে আগেই শঙ্কায় ছিলেন। এখন তার শারীরিক অবস্থা নিয়ে আরও উদ্বেগ তৈরি হয়েছে ক্লাব ও সমর্থকদের মধ্যে।

Comments

The Daily Star  | English

A night of stars and stories

Blender’s Choice–The Daily Star OTT & Digital Content Awards returned for its fourth edition yesterday

6h ago