দারুণ গোলে ঝলক দেখানোর পর চোটে পড়লেন এমবাপে

Kylian Mbappe

বক্সের বাইরে থেকে দুই-তিনজনকে কাটিয়ে দারুণ প্লেসিং শটে গোল করে উদযাপন করেন কিলিয়ান এমবাপে। আরেক গোলের উৎসের আক্রমণেও ছিলো তার ভূমিকা। বিশ্বকাপ বাছাইপর্বে আজাইবাইজানের বিপক্ষে অসাধারণ জয়ের ম্যাচেই শেষ দিকে চোটে পড়লেন ফ্রান্স অধিনায়ক। এতে করে আইসল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

ফরাসি দল এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লিখেছে, 'এমবাপে সোমবার আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না।'

রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় থেকেই ডান গোড়ালিতে ছোটখাটো চোটে ভুগছিলেন এমবাপে। শুক্রবার প্যারিসে আজারবাইজানের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনি দুটি ধাক্কা পান সেই একই গোড়ালিতে। ম্যাচে প্রথম গোলটি করেছিলেন তিনি, তবে শেষ হওয়ার আগেই বদলি হিসেবে মাঠ ছাড়েন।

এমনিতে প্রথম পছন্দের বেশ কয়েকজন ফরোয়ার্ড আগে থেকেই আছেন চোটে। সেই তালিকায় যোগ হলো এমবাপের নাম। এমবাপে ছাড়া চোটে পড়া ফরাসি তারকারা হলেন, উসমান দেম্বেলে, দিজিয়ে দুয়ে, মার্কুস থুরাম ও ব্র্যাডলি বারকোলা।

আজারবাইজানের বিপক্ষে শুক্রবার রাতে খেলার ৮১ মিনিটে মাঠে বসে পড়ে বেরিয়ে যাওয়ার ঈশারা করেন এই তারকা। তাকে দুলে নেন কোচ।  ক্লেয়ারফোঁতেনে ফ্রান্স দলের প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে এমবাপে কোচ দিদিয়ের দেশমের সঙ্গে কথা বলেন, এমবাপের অবস্থা দেখে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত হয়।

এফএফএফ জানিয়েছে, এমবাপেকে তার ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরতে দেওয়া হয়েছে এবং তার বদলে কাউকে দলে নেওয়া হবে না।

পুরো সপ্তাহ ধরেই লা ব্লুজদের সঙ্গে অনুশীলন থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল এমবাপেকে একই চোটের কারণে।

আজারবাইজানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল করেন তিনি। এরপর রাসতাম আহমেদজাদের এক ট্যাকলে পড়ে যান। পরে একই গোড়ালিতে আরেকটি ধাক্কা পান এবং শেষদিকে ফ্লোরিয়ান থোভা তার বদলি হিসেবে নামেন।

দেশম জানান এমবাপের পরিস্থিতি, 'ওর গোড়ালি ব্যথা করছে, আর সেখানে আবার আঘাত পেয়েছে। সে নিজেই মাঠ ছাড়তে চেয়েছে, কারণ ব্যথাটা বেশ তীব্র ছিল।'

এমবাপে ছাড়াও এদিন গোল পান আদ্রিয়ান রাবিও এবং বদলি থোভাও। দেশমের দল তিন ম্যাচ শেষে অপরাজিত থেকে 'ডি' গ্রুপের শীর্ষে আছে। সোমবার আইসল্যান্ডকে হারাতে পারলে এবং ইউক্রেন যদি আজারবাইজানকে না হারায়, তাহলে ফ্রান্স নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট।

Comments