এমবাপের গোলে ৯ জনের গেতাফেকে হারাল রিয়াল

ছবি: রিয়াল মাদ্রিদ

খেলার নাটাই ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোল বারবার ফাঁকি দিয়ে যাচ্ছিল রিয়াল মাদ্রিদকে। শেষদিকে গিয়ে সেই হতাশা ঝেড়ে তাদেরকে উল্লাসে মাতালেন দারুণ ছন্দে থাকা কিলিয়ান এমবাপে। শঙ্কা উড়িয়ে পূর্ণ পয়েন্ট পেয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষে ফিরল জাবি আলোনসোর শিষ্যরা।

রোববার রাতে গেতাফের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। ম্যাচের ৮০তম মিনিটে আর্দা গুলারের রক্ষণচেরা পাস ধরে ডি-বক্সে ঢুকে জাল কাঁপান ফরাসি স্ট্রাইকার এমবাপে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের স্বাদ নিলেন তিনি।

এমবাপের লক্ষ্যভেদের আগে-পরে দুটি লাল কার্ড পায় গেতাফে, মাত্র সাত মিনিটের ব্যবধানে। দুটিতেই জড়িয়ে আছে রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের নাম।

৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে ঢোকার স্রেফ ৪৪ সেকেন্ডের মধ্যে সরাসরি লাল কার্ড দেখেন অ্যালান নিওম। তিনি ডানদিকের সাইডলাইনের কাছে কাণ্ডজ্ঞানহীনভাবে কনুই দিয়ে গুঁতো মারেন ভিনিসিয়ুসকে। গেতাফের খেলোয়াড়রা প্রতিবাদ জানাতে থাকলে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। তবে রেফারির সিদ্ধান্ত পাল্টায়নি।

খেলা শুরু হতেই এমবাপে গোল করার চার মিনিট পর ৯ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। ভিনিসিয়ুসকেই ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেখেন আলেক্স সানক্রিস।

ঘটনাবহুল দ্বিতীয়ার্ধে চেনা রূপে ফেরার আগে প্রথমার্ধে রিয়ালের পারফরম্যান্স ছিল সাদামাটা। বল দখলে রাখলেও খুব বেশি স্পষ্ট সুযোগ তৈরি করতে পারেনি তারা। এমনকি একদম শেষ মুহূর্তে পয়েন্ট হারানোর সংশয় জেগেছিল তাদের। তবে গোলরক্ষক থিবো কোর্তোয়া সাহসিকতার সঙ্গে পোস্ট ছেড়ে বেরিয়ে এসে রুখে দেন আবু কামারার প্রচেষ্টা।

লা লিগার চলতি মৌসুমে নয় ম্যাচে অষ্টম জয় পাওয়া রিয়ালের পয়েন্ট বেড়ে হলো ২৪। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল শিরোপাধারী বার্সেলোনা।

Comments