ব্রাজিল দলে ফিরলেন ভিনিসিয়ুস ও রদ্রিগো

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান জুটি ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোকে আসন্ন প্রীতি ম্যাচের জন্য বুধবার দলে ডাক দিয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিল আগামী অক্টোবরে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে।

ভিনিসিয়ুসকে সেপ্টেম্বরে বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। অন্যদিকে রদ্রিগো এই মৌসুমে মাদ্রিদের হয়ে পর্যাপ্ত সময় না পাওয়ায় সেই দলে জায়গা পাননি।

আনচেলোত্তি ব্যাখ্যা করে বলেন, 'রদ্রিগো ফিরেছে, কারণ সে নিয়মিত না খেললেও যখনই সুযোগ পেয়েছে, ভালো খেলেছে।'

তবে নেইমারের প্রত্যাবর্তনের অপেক্ষা এখনো দীর্ঘায়িত হলো। ২০২৩ সালের অক্টোবরের পর থেকে জাতীয় দলে মাঠে নামতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। উরুর চোটে ভুগতে থাকা নেইমার অন্তত নভেম্বরে ফেরার আগে মাঠে নামতে পারবেন না।

গত সপ্তাহে কিংবদন্তি রোনালদো, যিনি ২০০২ সালে সেলেসাওকে বিশ্বকাপ জেতাতে গোল্ডেন বুট জিতেছিলেন, আনচেলোত্তিকে আহ্বান জানান, আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য সান্তোসের ফরোয়ার্ড নেইমারকে দলে রাখার কথা ভাবতে।

দীর্ঘ মেয়াদি চোট কাটিয়ে ফিরেছেন রিয়াল মাদ্রিদের সেন্টার-ব্যাক এদার মিলিতাও। চমক হিসেবে ডাক পেয়েছেন ফরোয়ার্ড ইগর জেসুস, যিনি বোটাফোগো থেকে নটিংহ্যাম ফরেস্টে যোগ দেওয়ার পর মাত্র দুটি ম্যাচে চার গোল করেছেন।

এবার কিছু হতাশাজনক ফলাফলের পরও শেষ পর্যন্ত অনায়াসেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তারা ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে এবং চার দিন পর টোকিওতে খেলবে জাপানের বিপক্ষে।

ব্রাজিল দল (পূর্ণাঙ্গ স্কোয়াড)

গোলরক্ষক: এদেরসন (ফেনেরবাচে), বেন্তো (আল নাসর), হুগো সাউজা (করিন্থিয়ান্স)

ডিফেন্ডার: কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), এদার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), কাইও হেনরিক (মোনাকো), ভান্দেরসন (মোনাকো), দগলাস সান্তোস (জেনিত), ফাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), বেরালদো (পিএসজি), ওয়েসলি (রোমা)

মিডফিল্ডার: আন্দ্রে (উলভারহ্যাম্পটন), ব্রুনো গিমারায়েস ও জোয়েলিন্তন (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জোয়াও গোমেস (উলভারহ্যাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম)

ফরোয়ার্ড: এস্তেভাও (চেলসি), গ্যাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল), ইগর জেসুস (নটিংহ্যাম ফরেস্ট), লুইজ হেনরিক (জেনিত), মাতেউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), রিশার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

Comments

The Daily Star  | English

15 army officers in custody taken to tribunal amid tight security

The International Crimes Tribunal-1 is set to review the progress of two cases of enforced disappearance

47m ago