কোকেকে 'চরম কাঁদুনি' বললেন ভিনিসিয়ুস

মাদ্রিদ ডার্বিতে হতাশাজনক ফলাফলই মেনে নিতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে রীতিমতো উড়ে গেছে দলটি। তবে উত্তেজনাপূর্ণ এ লড়াই শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, আলোচনায় এসেছে ভিনিসিয়ুস জুনিয়র ও অ্যাতলেতিকো মাদ্রিদের অভিজ্ঞ তারকা কোকের তীব্র বাকযুদ্ধও।
দিয়েগো সিমিওনের দল নিজেদের মাঠে ৫-২ গোলের বড় জয় তুলে নেয়। জোড়া গোল করে নায়ক হয়ে ওঠেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। অন্যদিকে রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপে ও আরদা গুলার গোল করলেও সেটি হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেনি।
ম্যাচজুড়ে একাধিকবার ভিনিসিয়ুস ও কোকে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। শুরুটা হয়েছিল ভিনিসিয়ুসের আক্রমণ দিয়ে। কোকেকে উদ্দেশ করে তিনি বলেন, 'চরম কাঁদুনি'। জবাবে কোকে তা হেসে উড়িয়ে দিলেও এরপর পরিস্থিতি আরও গরম হয়ে ওঠে।
ভিনিসিয়ুসের অভিযোগ করে তাকে বলেন, 'তুমি সবসময় মিডিয়ায় কথা বলো। আমি যা-ই বলি, সব গিয়ে সংবাদমাধ্যমে বলে দাও।'
এ পর্যায়ে কোকে পাল্টা খোঁচা দেন এমবাপের নাম টেনে। ফরাসি তারকাকে দেখিয়ে তিনি বলেন, 'সে-ই সেরা।' ভিনিসিয়ুসও ছেড়ে কথা বলেননি, উত্তর দেন, 'অবশ্যই, তবে আমার সঙ্গে খেললে আমরা আরও বেশি জিতব।'
কোকে শেষ খোঁচা দেন আরও তীক্ষ্ণভাবে, 'সে তোমার আলো কেড়ে নিচ্ছে।' ইঙ্গিত স্পষ্ট, এমবাপের উপস্থিতিতে ভিনিসিয়ুসের গুরুত্ব কমে যাচ্ছে।
মাঠের লড়াইয়ের বাইরেও রিয়াল মাদ্রিদ পড়েছে বড় সমস্যায়। ডার্বিতে কাফ ইনজুরিতে পড়েছেন দানি কারভাহাল, অন্তত এক মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগেই ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড দুই মাসের জন্য ছিটকে গেছেন। ফলে রিয়ালের স্কোয়াডে নেই কোনো স্বাভাবিক লেফট-ব্যাক। এ অবস্থায় কোচ জাবি আলোনসোকে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ভিন্ন সমাধান খুঁজতে হবে।
ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে কাজাখস্তানে পৌঁছেছে, যেখানে মঙ্গলবার তারা মুখোমুখি হবে কাইরাতের। এরপর আন্তর্জাতিক বিরতির আগে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ঘরের মাঠে লড়বে আলোনসোর দল।
Comments