ফিফা ক্লাব বিশ্বকাপ

ইন্টার মিলানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স

ক্লাব বিশ্বকাপে ব্রাজিলের ক্লাবগুলোর জয়যাত্রা তুলে ধরল ফ্লুমিনেন্স। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে বড় ধরনের অঘটনের জন্ম দিয়েছে তারা। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইতালির জায়ান্ট ইন্টার মিলানকে বিদায় করে শেষ আটে ঠাঁই করে নিয়েছে থিয়াগো সিলভাদের দল।

সোমবার নর্থ ক্যারোলিনার শার্লটে ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম ২-০ গোলে জিতেছে ফ্লুমিনেন্স।

ম্যাচের শুরুতেই জার্মান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। মাত্র তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে ইন্টার মিলান গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে চেষ্টা চালালেও তারা সফল হয়নি। বরং ম্যাচের অতিরিক্ত সময়ে (৯৪তম মিনিটে) হারকিউলিসের গোলে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত হয়।

দারুণ এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের উৎসবে মাতে ব্রাজিলের ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে তারা লড়বে সৌদি আরবের আল-হিলালের বিপক্ষে। আল-হিলালও চমক দেখিয়ে শেষ আটে উঠেছে। তারা বিদায় করে দেয় ম্যানচেস্টার সিটিকে।

মিলানের এই পরাজয়ের পর দলের অধিনায়ক লাউতারো মার্টিনেজ দলের খেলোয়াড়দের সমালোচনা করে বলেছেন, 'যে থাকতে চায় থাকুক, আর যে থাকতে না চায় সে চলে যাক।' তার এই মন্তব্য দলের মধ্যে অসন্তোষের ইঙ্গিত দেয়।

ফ্লুমিনেন্সের কলম্বিয়ান ফুটবলার জন আরিয়াস বলেন,  'আমাদের ভক্তদের জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ জয়। ব্রাজিলের সবার জন্য, এমনকি দক্ষিণ আমেরিকানদের জন্যও গর্বের।'

Comments

The Daily Star  | English

One killed in crude bomb blast during clash at Mohammadpur Geneva Camp

Several crude bombs exploded during the clash around 3:30am, police say

49m ago