মোরসালিনের চোখে আবাহনীতে যোগ দেওয়া 'লাকি অপর্চুনিটি'

ছবি: ফিরোজ আহমেদ

দারুণ উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আবাহনী লিমিটেডে নতুন যাত্রা শুরু করলেন জাতীয় দলের মিডফিল্ডার শেখ মোরসালিন এবং ফরোয়ার্ড আল আমিন। বৃহস্পতিবার ক্লাব মাঠে প্রাক-মৌসুম অনুশীলনের প্রথম দিনেই তারা পেয়ে যান প্রাণভরে নাম ধ্বনি, ফুল, কেক ও বিশ্বস্ত সমর্থকদের ভালোবাসা।

ছয়বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আগস্টের ১২ তারিখে কিরগিজস্তানের এফসি মুরাস ইউনাইটেডের বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে।

ম্যাচে বেশি সময়ের খোঁজে বসুন্ধরা কিংস ছেড়ে আসা মোরসালিন বলেন, সমর্থকদের এমন আন্তরিক অভ্যর্থনা তার ক্লাব বদলের সিদ্ধান্তকে আরও অর্থবহ করে তুলেছে।

'আবাহনীর প্রকৃত সমর্থকদের মাঝে নিজেকে ঘিরে পেয়ে সত্যিই ভালো লাগছে,' বলেন মোরসালিন, যিনি জানান তার দাদাও একসময় আবাহনীর সমর্থক ছিলেন। 'আমাদের গ্রামগঞ্জে এখনো আবাহনী আর মোহামেডান—এই দুই ক্লাবকেই মানুষ চেনে। এমন একটি ঐতিহ্যবাহী দলে খেলার সুযোগ পাওয়াকে আমি লাকি অপর্চুনিটি মনে করি।'

জাতীয় দলে নিয়মিত মুখ হলেও, বসুন্ধরা কিংসে মূল একাদশে জায়গা পেতে হিমশিম খেতে হয়েছে মোরসালিনকে। বেশিরভাগ সময়ই তাকে বেঞ্চ থেকে নেমে খেলতে হতো।

'আমি এখানে এসেছি নিয়মিত ম্যাচ খেলার লক্ষ্য নিয়ে,' বলেন ২০ বছর বয়সী এই আক্রমণাত্মক মিডফিল্ডার, যিনি দূর থেকে গোল করার জন্য বিশেষভাবে পরিচিত। 'এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। শুরুতে আমার লক্ষ্য থাকবে মূল একাদশে জায়গা নিশ্চিত করা এবং দলের জন্য সর্বোচ্চটা দেওয়া।'

অন্যদিকে, উদীয়মান ফরোয়ার্ড আল আমিন বাংলাদেশ পুলিশ এফসি ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন কোচ এ কে এম মারুফুল হকের অধীনে নিজেকে আরও প্রমাণের প্রত্যয়ে। গত মৌসুমে পুলিশ দলের হয়ে ধারাবাহিকভাবে গোল করে আলোচনায় আসেন তিনি এবং এর পুরস্কার হিসেবে জাতীয় দলের জার্সিও গায়ে তোলেন।

'বাংলাদেশ পুলিশে যোগ দেওয়ার আগের মৌসুমে ক্লাব খুঁজতেই অনেক ভুগতে হয়েছে,' বলেন আল আমিন। 'তবে গত মৌসুমে ভালো কেটেছে। অন্য অনেক ফুটবলারের মতো আমারও স্বপ্ন ছিল বড় কোনো ক্লাবে খেলার, বিশেষ করে আবাহনীর জার্সি গায়ে তোলার। আজ সেটা পূরণ হয়েছে।'

'তবে, শুধু আবাহনীতে যোগ দিলেই হবে না, এখন নিজেকে প্রমাণ করতে হবে। অনুশীলনে নিজের সেরাটা দিয়ে মূল একাদশে জায়গা করে নিতে চাই এবং আগের মৌসুমের চেয়েও বেশি গোল করে দলকে সাহায্য করতে চাই।'

ইউরোপিয়ান ফুটবলের ইউইএফএ 'এ' লাইসেন্সধারী কোচ মারুফুল হক বলেন, 'মোরসালিন ও আল আমিন—দুজনই জাতীয় দল ও ঘরোয়া লিগে পরিচিত মুখ। যদিও তারা এবারই প্রথম আমার অধীনে খেলছে, তবুও তাদের পারফরম্যান্স আমি নিয়মিত অনুসরণ করেছি। একটু ঘষামাজা করলেই তারা আরও ভালো করতে পারবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

3h ago