উলভসের হল অব ফেমে জোতা

Diogo Jota
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় নিহত দিয়োগো জোতার প্রতি সম্মান জানিয়ে তাকে ক্লাবের হল অব ফেমে অন্তর্ভুক্ত করেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

স্পেনের জামোরার কাছে গত ৩ জুলাই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা।

ইংলিশ ক্লাব উলভসে তিনটি সফল মৌসুম কাটান জোতা। দলটিকে ২০১৮ সালে প্রিমিয়ার লিগে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩১ ম্যাচে করেন ৪৪ গোল। এরপর ২০২০ সালে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে তিনি লিভারপুলে যোগ দেন।

উলভসের ফুটবল প্রশাসনের পরিচালক ম্যাট ওয়াইল্ড বলেন, 'দিয়োগো কেবল অসাধারণ একজন ফুটবলারই ছিলেন না, তিনি উলভসে থাকার পুরোটা সময় নিজেকে অসাধারণ বিনয়ী ও মানবিকতাসম্পন্ন হিসেবে উপস্থাপন করেছিলেন। আমরা সবাই তার শূন্যতা ভীষণভাবে অনুভব করব।'

ক্লাবটির হল অব ফেমের চেয়ারম্যান জন রিচার্ডস বলেন, 'এই ভয়াবহ ট্র্যাজেডি নিয়ে আমাদের মধ্যে গভীর দুঃখ ও অবিশ্বাসের অনুভূতি বিরাজ করছে। তাই আমরা যত দ্রুত সম্ভব দিয়োগোর প্রতি শ্রদ্ধা জানাতে এই উদ্যোগ নিয়েছি।'

উলভসের পক্ষ থেকে জানানো হয়েছে, সেলতা ভিগোর বিপক্ষে প্রাক-মৌসুমের শেষ প্রীতি ম্যাচ ও ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জোতা ও আন্দ্রের স্মরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

২০০৮ সালে উলভারহ্যাম্পটনের হল অব ফেম প্রতিষ্ঠিত হয়। ইতোমধ্যে বিলি রাইট, ডেরেক ডগান ও স্টিভ বুলের মতো ফুটবলাররা সেখানে অন্তর্ভুক্ত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago