টটেনহ্যাম ছাড়ছেন সন, নতুন গন্তব্য কোথায়?

ছবি: এএফপি

টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক সন হিউং-মিন জানিয়েছেন, ১০ বছর কাটানোর পর এবারের গ্রীষ্মকালীন দলবদলের উইন্ডোতেই তিনি ইংলিশ ক্লাবটি ছাড়বেন।

দক্ষিণ কোরিয়ার এই তারকা ফরোয়ার্ড ২০১৫ সালে বায়ার লেভারকুসেন থেকে স্পার্সে যোগ দিয়েছিলেন। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫৪ ম্যাচে ১৭৩ গোল করেছেন।

সনের অধিনায়কত্বে গত মে মাসে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় টটেনহ্যাম। এতে দীর্ঘ ১৭ বছরের শিরোপাখরার অবসান ঘটায় লন্ডনের দলটি।

৩৩ বছর বয়সী সনের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি আছে টটেনহ্যামের। তবে তার নতুন ঠিকানা হিসেবে আলোচিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসির নাম। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শনিবার জানিয়েছে, চুক্তির ব্যাপারে চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে দুই পক্ষ।

স্পার্স ছাড়ার ঘোষণা দেওয়ার সময় নতুন কোচ টমাস ফ্র্যাঙ্কের পাশে বসেছিলেন সন। এই সিদ্ধান্তকে তার ক্যারিয়ারের 'সবচেয়ে কঠিন সিদ্ধান্ত' হিসেবে উল্লেখ করেন তিনি।

টটেনহ্যামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে সন বলেন, 'আমি উত্তর লন্ডনে (যেখানে টটেনহ্যাম ক্লাবটির অবস্থান) এসেছিলাম একেবারে অল্প বয়সে, ছিলাম একজন ছোট ছেলে— যে তখনো ইংরেজি বলতে পারত না। এখন একজন পরিপূর্ণ মানুষ হিসেবে এই ক্লাব ছেড়ে যাওয়া আমার জন্য গর্বের মুহূর্ত।'

প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে বর্তমানে টটেনহ্যাম অবস্থান করছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। সেখানে আগামীকাল রোববার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে তারা। সন খেলবেন এবং অধিনায়কত্ব করবেন— যা হতে পারে ক্লাবটির হয়ে তার শেষ ম্যাচ, তাও আবার নিজ দেশের মাটিতে।

গত জুনে অ্যাঞ্জ পোস্তেকোগলুর জায়গায় কোচের দায়িত্ব নেওয়া ফ্র্যাঙ্ক বলেন, 'সন একজন সত্যিকারের স্পার্স কিংবদন্তি এবং প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়।'

তিনি যোগ করেন, 'যদি এটিই সনের শেষ ম্যাচ হয়, তাহলে নিজ দেশের দর্শকদের সামনে এমন একটি জায়গায় খেলা— দারুণ এক বিদায়ের মঞ্চ। এটি হতে পারে এক সুন্দর সমাপ্তি।'

আগামী ১৩ আগস্ট উয়েফা সুপার কাপের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম। তবে সবকিছু ঠিক থাকলে এর আগেই নতুন ঠিকানায় চলে যেতে পারেন সন।

Comments

The Daily Star  | English

One killed as bearing pad of metro rail falls at Farmgate, train operations halted

As a safety measure, metro rail services remain suspended from 12:30pm, Dhaka Mass Transit Company Limited official says

33m ago