অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্ব

তৃষ্ণার হ্যাটট্রিক, তিমুর লেস্তের জালে বাংলাদেশের ৮ গোল

ছবি: বাফুফে

দেখেশুনে শুরুর পর মাঠে নিজেদের সেরাটা মেলে ধরল লাল-সবুজের মেয়েরা। বিরতির আগে ও পরে চারবার করে তিমুর লেস্তের জালে বল পাঠাল তারা। গোলমুখে জ্বলে উঠে হ্যাটট্রিকের স্বাদ নিলেন ফরোয়ার্ড তৃষ্ণা রানী সরকার। দাপুটে পারফরম্যান্সে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ।

বুধবার 'এইচ' গ্রুপের ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছে পিটার বাটলারের দল। বাংলাদেশের বাকি গোলদাতারা হলেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবীরন খাতুন, মোসাম্মৎ সাগরিকা ও মুনকি আক্তার।

গত বুধবার স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। আগামী রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এই গ্রুপের ফেভারিট দল দক্ষিণ কোরিয়া।

বেশ কিছু সুযোগ নষ্টের পর ২০তম মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানীর কর্নারে হেড করে লক্ষ্যভেদ করেন ফাঁকায় থাকা শিখা। ৩৩তম মিনিটে নজরকাড়া অলিম্পিক গোলে ব্যবধান বাড়ান শান্তি। তার কর্নারে কারও ছোঁয়া ছাড়াই বল তিমুরের দূরের পোস্টে লেগে জালে জড়ায়। তিন মিনিট পর শান্তির আরেকটি কর্নারে মাথা ছুঁইয়ে জালে পাঠিয়ে বাংলাদেশকে চালকের আসনে বসিয়ে দেন নবীরন।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে নিজের প্রথম গোলটি করেন তৃষ্ণা। স্বপ্নার উঁচু করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ডানদিক থেকে সাগরিকা করেন কাটব্যাক। এরপর অনায়াসে নিশানা ভেদ করে উল্লাসে মাতেন তৃষ্ণা।

দ্বিতীয়ার্ধেও একই তালে খেলে তিমুরকে ধসিয়ে দেয় বাটলারের শিষ্যরা। ৫৭তম মিনিটে গোলমুখে শিখার শট প্রতিপক্ষের গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সুযোগ পেয়ে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তৃষ্ণা। ৭৩তম মিনিটে শিখার থ্রু পাস ধরে জাল কাঁপান আগের ম্যাচে জোড়া গোল করা সাগরিকা। এক ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে স্কোরলাইন ৬-০ করেন তিনি।

৮২তম মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন তৃষ্ণা। বামদিকে থেকে সাগরিকার ক্রসে আলতো টোকায় গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তিমুরের জালে আরেকবার বল পাঠায় বাংলাদেশ। ডি-বক্সে জটলার মধ্যে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মুনকি।

এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও পাবে মূলপর্বের টিকিট। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।

Comments

The Daily Star  | English

July charter proposals handed over to CA

National Consensus Commission will brief the media on the chart at the Foreign Service Academy in the afternoon

25m ago