নেপালের বিপক্ষে শমিত নেই, হামজাকে পাওয়ার আশায় বাফুফে

ছবি: সংগৃহীত

আগামী সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে কাঠমুন্ডুতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। তা সামনে রেখে কোচ হাভিয়ের কাবরেরার অধীনে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

তবে কানাডাপ্রবাসী মিডফিল্ডার শমিত সোম আসন্ন ম্যাচগুলোতে খেলবেন না। আর প্রাথমিক দলে নাম থাকা সত্ত্বেও ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর খেলা এখনও অনিশ্চিত।

বাংলাদেশ দল নেপালের মুখোমুখি হবে আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর। একই সময়ে কানাডিয়ান প্রিমিয়ার লিগে ম্যাচ আছে শমিতের। তার ক্লাব ক্যাভালরি এফসি মাঠে নামবে ৬ ও ১৪ সেপ্টেম্বর।

শমিত ও হামজাকে নিয়ে জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বুধবার গণমাধ্যমকে বলেছেন, 'সেপ্টেম্বর মাসে ক্লাবের ম্যাচ আছে শমিতের। সেকারণে তাকে প্রাথমিক দলে রাখা হয়নি। হামজা দলে আছে।'

তিনি যোগ করেছেন, 'কোচের দেওয়া ২৪ সদস্যের প্রাথমিক দলে আছে হামজা। তার ক্লাব লেস্টার সিটিকে ইতোমধ্যেই একটি চিঠি পাঠানো হয়েছে। সেপ্টেম্বরে তাকে আনার বিষয়ে ক্লাবটির সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আলোচনা চলছে।'

আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু হলেও প্রথম দিনে মাত্র পাঁচজন খেলোয়াড় যোগ দিয়েছেন। কারণ আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফুটবলাররা এখনও দলে যোগ দেননি। এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ শেষে আবাহনীর খেলোয়াড়রা আগামীকাল বৃহস্পতিবার এবং কিংসের খেলোয়াড়রা পরদিন শুক্রবার যোগ দিবেন।

বাংলাদেশ দলের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দুটির জন্য স্কোয়াডে আবাহনী থেকে পাঁচজন ও কিংস থেকে ১০ জন খেলোয়াড় থাকার সম্ভাবনা রয়েছে।

বাফুফে এখনও খেলোয়াড়দের প্রাথমিক তালিকা পুরোপুরি প্রকাশ করেনি। জামাল ভূঁইয়াও প্রথম দিনে ক্যাম্পে যোগ দেননি। আমের জানিয়েছেন, বাংলাদেশের অধিনায়ক একদিন দেরিতে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য আগেই অনুরোধ করে রেখেছিলেন।

জাতীয় দলের ম্যানেজার আরও বলেছেন, আবাহনী ও কিংস বাদে অন্য ক্লাবগুলোর খেলোয়াড়রা এখনও সেভাবে অনুশীলনে ফেরেননি (যেহেতু ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম চালু হয়নি)। তাই কোচ তাদেরকে আগেভাগে ডেকে এনে জিম ও ফিটনেস অনুশীলন করিয়েছেন।

আগামী অক্টোবর মাসে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটিতেই তারা লড়বে হংকংয়ের বিপক্ষে। প্রথমটি হবে ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে, পরেরটি ১৪ অক্টোবর প্রতিপক্ষের মাঠে।

দুই ম্যাচে ১ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট তালিকায় তিনে আছে বাংলাদেশ। গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সমান পয়েন্ট পেলেও সবার নিচে অবস্থান করছে ভারত। হংকং ও সিঙ্গাপুরের অর্জন ৪ পয়েন্ট করে। গোল পার্থক্যে সিঙ্গাপুর শীর্ষে ও হংকং দুইয়ে রয়েছে।

Comments

The Daily Star  | English

Khaleda Zia laid to eternal rest

Buried with state honours beside her husband Ziaur Rahman

7h ago