উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেলতে ভুটানের আরটিসিতে আফঈদা-স্বপ্না

রয়্যাল থিম্পু কলেজ উইমেন্স ফুটবল ক্লাবের (আরটিসি ডব্লিউএফসি) হয়ে খেলতে ভুটানে পৌঁছেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক ও রক্ষণভাগের অবলম্বন আফঈদা খান্দকার এবং মাঝমাঠের প্রাণভোমরা স্বপ্না রানী। ২০২৫ এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বে ভুটানের একমাত্র প্রতিনিধি হিসেবে লড়াই করবে এই দল।

এই আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাওসে। চলতি মাসের শুরুর দিকে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলকে পরবর্তী ধাপে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন আফঈদা ও স্বপ্না। এর আগে জুন-জুলাইয়ে মায়ানমারে সিনিয়র জাতীয় দলের হয়েও একই কীর্তি গড়েছিলেন তারা।

ভুটানি ক্লাব আরটিসিতে তারা যোগ দেবেন আরও তিন বাংলাদেশি জাতীয় ফুটবলারের সঙ্গে—তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র এবং শাহেদা আক্তার রিপা—যাদের ইতিমধ্যেই ভুটান নারী জাতীয় লিগে ক্লাবটির হয়ে অভিষেক হয়েছে।

ডি গ্রুপে থাকা আরটিসি উইমেন আগামী ২৫ আগস্ট চাইনিজ তাইপের কাওহসিয়ুং অ্যাটাকার্স এফসির মুখোমুখি হবে। এরপর ২৮ আগস্ট উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেন্স এফসি এবং ৩১ আগস্ট লাওসের মাস্টার এফসির বিপক্ষে খেলবে দলটি। এটি তাদের দ্বিতীয় মহাদেশীয় আসর।

গত মৌসুমে বাংলাদেশ জাতীয় দলের মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও সাবিনা খাতুন আরটিসি উইমেনের হয়ে খেলেছিলেন। এ বছর মনিকা ও সাবিনা খেলছেন পারো উইমেনের হয়ে, আর মারিয়া রয়েছেন থিম্পু সিটি উইমেনে।

Comments

The Daily Star  | English

Bangladesh’s uncounted economy

Women do 85% of unpaid labour, worth Tk 5.7 trillion

1h ago