'টটেনহ্যামের ইজেকে' হাইজ্যাক করছে আর্সেনাল!

প্রিমিয়ার লিগের গ্রীষ্মকালীন ট্রান্সফার বাজারে নতুন চাঞ্চল্যকর ঘটনা! আর্সেনাল এখন টটেনহ্যাম হটস্পারের নাকের নিচ থেকে ক্রিস্টাল প্যালেসের ইংল্যান্ড মিডফিল্ডার এবেরেচি ইজেকে দলে ভিড়ানোর এক ধাপের দূরত্বে পৌঁছেছে। যা নিঃসন্দেহে এই মৌসুমের সবচেয়ে সাহসী ও চমকপ্রদ ট্রান্সফার চেষ্টাগুলোর একটি।
প্রাথমিকভাবে টটেনহ্যাম উত্তর লন্ডনের কোণে ২৭ বছর বয়সী এই তারকা মিডফিল্ডারকে আনতে প্রস্তুত বলে মনে হচ্ছিল। কিন্তু কাই হাভার্টজের হাঁটুর চোট নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় আর্সেনাল এখন এই চুক্তি ব্যাহত করে ইজেকে এমিরেটস স্টেডিয়ামে আনার পরিকল্পনা করছে। উল্লেখ্য, আর্সেনালই ১৩ বছর বয়সে ইজেকে মুক্তি দিয়েছিল।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, আর্সেনাল প্রাথমিকভাবে প্যালেসের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে, যা প্রায় ৬৮ মিলিয়ন ($৯১ মিলিয়ন) পাউন্ড রিলিজ ক্লজ অনুযায়ী হবে। এটা স্পার্স যে পরিমাণ অর্থ দিতে প্রস্তুত ছিল তার সমপরিমাণ। মূলত হাভার্টজ চোট পাওয়ায় আর্সেনালের আগ্রহ আরও বেড়ে যায়।
রোববারের ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে হাভার্টজ দ্বিতীয়ার্ধে নেমে পুরো ম্যাচ শেষ করেন, তবে বুধবার আর্সেনালের ওপেন ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন না। গত মৌসুমে আর্সেনাল প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন রানার্স-আপ হয়েছিল এবং আবার তারা শিরোপার জন্য চ্যালেঞ্জ করবে। অন্যদিকে, ইউরোপা লিগ ফাইনাল জেতা স্পার্স মৌসুম শেষ করেছে হতাশাজনক ১৭তম স্থানে, যা অবনমনের এক ধাপ উপরে।
ইজে চেলসির সঙ্গে শেষ সপ্তাহান্তের ড্র ম্যাচে ৮৪ মিনিট খেলেছেন এবং বুধবার প্যালেসের কনফারেন্স লিগ প্লে-অফের জন্য ফ্রেডরিকস্টাডের বিপক্ষে হোম ম্যাচের আগে অনুশীলন করেছেন। কোচ অলিভার গ্লাসনার নিশ্চিত করেছেন, তিনি এবং ইগলসের অধিনায়ক মার্ক গুহি, যিনি লিভারপুলের লক্ষ্য — দুজনেই ইউরোপীয় ম্যাচে প্রথম একাদশে খেলবেন।
গ্লাসনার বলেন, 'চেলসির আগে, অনেকেই হয়তো অবাক হয়েছিলেন যে মার্ক এবং ইবস পুরো ম্যাচের প্রায় পুরো সময় খেলেছিলেন। আপানাদের অনেকেই হয়তো অবাক হবেন যে তারা আবারও শুরু করবেন, সমস্ত গুজবের কারণে। কিন্তু তারা দলের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।'
তিনি আরও যোগ করেন, 'তারা দলের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তাদের এখানে চুক্তি আছে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যাতে আমরা এত সফল হতে পারি, এবং তারা এখানে থাকা পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা সই করার পর থেকে এভাবেই করেছেন, এবং আমরা আশা করি তারা তাদের চুক্তির শেষ পর্যন্ত এভাবেই অবদান রাখবেন।'
প্যালেস অধিনায়ক গুহির চুক্তি আগামী বছর পর্যন্ত, আর ইজের চুক্তি শেষ হবে ২০২৭ সালে। গ্লাসনার বলেন, 'এই আওয়াজ, এই গুজব, এটি শুধু তিন দিনের নয়, এটি সপ্তাহ ধরে লেখা হচ্ছে।'
Comments