চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো জায়গা পেল তিনটি ক্লাব

ছবি: কাইরাত এক্স

বাছাই পর্বের বাধা পেরিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল তিনটি ক্লাব। ইতিহাস গড়ে আসন্ন ২০২৫-২৬ মৌসুমের টুর্নামেন্টে নাম লেখাল কাজাখস্তানের কাইরাত আলমাতি, সাইপ্রাসের পাফোস এফসি ও নরওয়ের বোডো/গ্লিমট।

মঙ্গলবার রাতে সবচেয়ে বড় চমকটি উপহার দিয়েছে কাইরাত। স্কটল্যান্ডের সেল্টিককে বিদায় করে দিয়েছে তারা। প্লে-অফের প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয় লেগও শেষ হয় একই স্কোরলাইনে। এরপর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগের সাবেক চ্যাম্পিয়নদের হারিয়েছে কাইরাত।

কাজাখস্তানের দ্বিতীয় দল হিসেবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে কাইরাত। এর আগে ২০২৫-২৬ মৌসুমে অংশ নিয়েছিল আস্তানা।

কাজাখস্তান প্রিমিয়ার লিগের গত মৌসুমের শিরোপাজয়ী কাইরাত যাত্রা শুরু করেছিল বাছাইয়ের প্রথম রাউন্ড দিয়ে। স্লোভেনিয়ার অলিম্পিয়া লুবিয়ানাকে হারানোর পর দ্বিতীয় রাউন্ডে ফিনল্যান্ডের কুপস ও তৃতীয় রাউন্ডে স্লোভকিয়ার স্লোভান ব্রাতিস্লাভার বিপক্ষে জিতে প্লে-অফে ঠাঁই নিয়েছিল তারা।

ছবি: সাইপ্রাস ফুটবল অ্যাসোসিয়েশন এক্স

মাত্র ১১ বছর আগে প্রতিষ্ঠিত পাফোস প্লে-অফে হারিয়েছে সার্বিয়ার রেড স্টার বেলগ্রেডকে। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছিল তারা। এরপর দ্বিতীয় লেগে ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে দলটি ১-১ ব্যবধানে ড্র করেছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নদের সঙ্গে। ফলে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে উঠেছে পাফোস।

সাইপ্রাসের তৃতীয় দল হিসেবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব টুর্নামেন্টে খেলার টিকিট নিশ্চিত করেছে পাফোস। এর আগে অ্যাপোয়েল চারবার ও অ্যানোরথোসিস ফামাগুস্তা একবার চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। দেশটি থেকে শেষবার অ্যাপোয়েল অংশ নিয়েছিল ২০১৭-১৮ মৌসুমে।

ছবি: বোডো/গ্লিমট এক্স

বোডো/গ্লিমট বিদায় করেছে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজকে। দ্বিতীয় লেগে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারলেও প্রথম লেগে নিজেদের মাঠে ৫-০ গোলের বড় জয় পেয়েছিল তারা। ফলে প্লে-অফের দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানের অগ্রগামিতায় চ্যাম্পিয়ন্স লিগের চূড়ান্ত মঞ্চে জায়গা পেয়েছে বোডো/গ্লিমট।

দীর্ঘ ১৮ বছর পর নরওয়ের কোনো ক্লাব হিসেবে ইউরোপের সর্বোচ্চ ক্লাব টুর্নামেন্টে খেলতে যাচ্ছে তারা। সবশেষ রোসেনবোর্গ অংশ নিয়েছিল ২০০৭-০৮ মৌসুমে।

চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুমে নবাগত দলের সংখ্যা বেড়ে হয়েছে চারটি। গত মৌসুমে বেলজিয়ামের প্রো লিগের শিরোপা জেতায় সরাসরি টুর্নামেন্টে ঠাঁই নিয়েছে ইউনিয়ন সেন্ট জিলোয়াস।

গত মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্বে অংশ নিচ্ছে ৩৬টি ক্লাব। লিগ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার মোনাকোতে। প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর। আট রাউন্ডের লিগ পর্ব শেষ হবে আগামী বছরের ২৮ জানুয়ারি।

Comments

The Daily Star  | English

'While there have been some setbacks in law and order, we're taking necessary steps'

Home Adviser Jahangir Alam Chowdhury says investigation into Rajbari unrest is underway

55m ago