তিন ম্যাচ পরই ছাঁটাই টেন হাগ

সময়ের হিসেবে তিন মাসের কিছু বেশি পার হয়েছে। এরমধ্যে প্রতিযোগিতা ম্যাচ খেলা হয়েছে কেবল তিনটি। এরমধ্যেই এরিক টেন হাগকে ছাঁটাই করেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন।

আলোনসোর অধীনে গত গত দুই মৌসুমে দুর্দান্ত খেলেছিল লেভারকুসেন। তবে গত মৌসুমে শেষ হতেই নিজের খেলোয়াড়ি জীবনের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। তারপরই গত মে মাসে জাবি আলোনসোর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাকেই ভরসা করেছিল দলটি, কিন্তু সেই আস্থা দীর্ঘস্থায়ী হলো না।

শনিবার ভের্ডার ব্রেমেনের বিপক্ষে ৩-৩ গোলের ড্রয়ের পর সোমবার সকালে টেন হাগকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করে লেভারকুসেন। ওই ম্যাচে ১০ জনের ব্রেমেন শেষ মুহূর্তে দুই গোল করে বসে, যার একটি আসে ৯৪তম মিনিটে।

টেন হাগের ঘরের মাঠে একমাত্র ম্যাচ ছিল মৌসুমের উদ্বোধনী দিনে হফেনহাইমের বিপক্ষে ২-১ গোলের হার। যদিও ডিএফবি–পোকালের প্রথম রাউন্ডে সোনেনহফ গ্রসআসপাখকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তার দল।

লেভারকুসেনের সিইও ফার্নান্দো কারো এক বিবৃতিতে বলেন, 'মৌসুমের এত প্রাথমিক পর্যায়ে বিচ্ছেদটা বেদনাদায়ক, কিন্তু আমরা মনে করেছি এটা জরুরি। মৌসুমের লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের সব স্তরে ও পুরো দলে সেরা পরিবেশ নিশ্চিত করতে হবে। এখন সেই পরিবেশ আবার ফিরিয়ে আনা জরুরি।'

ম্যানেজিং ডিরেক্টর সিমন রলফেস যোগ করেন, 'সিদ্ধান্তটা আমাদের জন্য সহজ ছিল না, আমরা কেউই এটা চাইনি। তবে গত কয়েক সপ্তাহে স্পষ্ট হয়েছে, এই কাঠামোয় নতুন ও সফল দল গড়া সম্ভব নয়। আমরা দলের গুণগত মানে আস্থা রাখি এবং নতুন সেটআপে উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করব।'

মাত্র তিন ম্যাচেই চাকরি হারানো টেন হাগ এখন এক সপ্তাহের মধ্যে তৃতীয় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ, যিনি বরখাস্ত হলেন। এর আগে বেসিকতাসে ওলে গানার সোলশার এবং ফেনারবাচেতে জোসে মরিনহো একই পরিণতির শিকার হয়েছেন।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

4h ago